তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ‘মন্থা’, মঙ্গলবার আছড়ে পড়তে পারে অন্ধ্র উপকূলে
- আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
- / 73
ঘূর্ণিঝড় ‘মন্থা’ ক্রমেই শক্তি সঞ্চয় করছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, গত ৬ ঘণ্টায় এটি ঘণ্টায় নির্দিষ্ট গতিবেগে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে এবং মঙ্গলবার সকালে এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়া দফতরের অনুমান, মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া সংলগ্ন মাচিলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মধ্যে দিয়ে উপকূল অতিক্রম করবে ঘূর্ণিঝড়টি। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে। রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা, পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও ঝাড়গ্রামেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
বুধবার থেকে বৃষ্টি ছড়াবে বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, নদীয়া ও পুরুলিয়ায়। এ সময় ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।
উত্তরবঙ্গেও প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে, ঘণ্টায় ৩০–৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।




























