০৩ নভেম্বর ২০২৫, সোমবার, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণেশ্বর মেট্রোয় রক্তারক্তি, মৃত ১ স্কুল পড়ুয়া

ইমামা খাতুন
  • আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার
  • / 332

পুবের কলম, ওয়েব ডেস্ক:  দক্ষিণেশ্বর মেট্রোয় দুই দল ছাত্রের মধ্যে হাতাহাতি, তুমুল রক্তারক্তি। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই দল ছাত্রের মধ্যে ঝামেলা হয়েছিল। ওই সময়েই একজন ছুরি নিয়ে অন্য জনের উপর হামলা করে। উভয়েই একে অপরের বন্ধু বলেও দাবি।

তবে প্রশ্ন উঠছে কড়া নিরাপত্তায় ধুলো দিয়ে কী করে ছুরি নিয়ে মেট্রো স্টেশনে (Metro Station) ঢুকে গেল ওই ছাত্র। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  খতিয়ে দেখা হচ্ছে মেট্রো স্টেশনের সিসিটিভি। হামলার পর সমস্ত ছাত্ররা পালিয়ে গিয়েছে। পলাতক হামলাকারীও।

আরও পড়ুন: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা, টানা তিন দিনের স্কুল ছুটি ঘোষণা

তবে ঠিক কি ঘটেছিল মেট্রো স্টেশনে? পুলিশ সূত্রে খবর, এদিন মেট্রো স্টেশন চত্বরেই আচমকা দুই দল ছাত্রের মধ্যে বাদানুবাদ শুরু হয়। মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বচসা চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে নিমিষে শুরু হাতাহাতি। দুই দলে বিভক্ত হয়ে যায় তারা। হাতাহাতি পরিণত হয় রক্তক্ষয়ী সংঘর্ষে।

আরও পড়ুন: জিমে ঢুকে শ্যুটআউটের ঘটনায় ধন্দে পুলিশ

এরই মাঝে হঠাৎ করেই এক ছাত্র অপর ছাত্রের উপর ছুরি চালাতে থাকে।  ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় ভুক্তভুগী। আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। গলগল করে বেরিয়ে আসে রক্ত। ছুটে আসেন মেট্রো স্টেশনে মোতায়েন থাকা নিরাপত্তারক্ষীরাও।

আরও পড়ুন: হাইকোর্টের বড় নির্দেশ: চাকরিহারা গ্রুপ C ও D কর্মীদের আর মিলবে না ভাতা

আপাতত ওই আহত যুবককে সাগর দত্ত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঘটনাস্থলে পৌঁছছে দক্ষিণেশ্বর থানার পুলিশও।

এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। আটক হওয়া তিনজন নিহতেরই বন্ধু। কিন্তু কী কারণে এই হামলা?  কোনও প্রণয় ঘটিত কারণেই ওই স্কুল পড়ুয়ার উপর হামলা চালায় তারা।

 

 

 

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দক্ষিণেশ্বর মেট্রোয় রক্তারক্তি, মৃত ১ স্কুল পড়ুয়া

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার

পুবের কলম, ওয়েব ডেস্ক:  দক্ষিণেশ্বর মেট্রোয় দুই দল ছাত্রের মধ্যে হাতাহাতি, তুমুল রক্তারক্তি। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই দল ছাত্রের মধ্যে ঝামেলা হয়েছিল। ওই সময়েই একজন ছুরি নিয়ে অন্য জনের উপর হামলা করে। উভয়েই একে অপরের বন্ধু বলেও দাবি।

তবে প্রশ্ন উঠছে কড়া নিরাপত্তায় ধুলো দিয়ে কী করে ছুরি নিয়ে মেট্রো স্টেশনে (Metro Station) ঢুকে গেল ওই ছাত্র। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  খতিয়ে দেখা হচ্ছে মেট্রো স্টেশনের সিসিটিভি। হামলার পর সমস্ত ছাত্ররা পালিয়ে গিয়েছে। পলাতক হামলাকারীও।

আরও পড়ুন: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা, টানা তিন দিনের স্কুল ছুটি ঘোষণা

তবে ঠিক কি ঘটেছিল মেট্রো স্টেশনে? পুলিশ সূত্রে খবর, এদিন মেট্রো স্টেশন চত্বরেই আচমকা দুই দল ছাত্রের মধ্যে বাদানুবাদ শুরু হয়। মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বচসা চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে নিমিষে শুরু হাতাহাতি। দুই দলে বিভক্ত হয়ে যায় তারা। হাতাহাতি পরিণত হয় রক্তক্ষয়ী সংঘর্ষে।

আরও পড়ুন: জিমে ঢুকে শ্যুটআউটের ঘটনায় ধন্দে পুলিশ

এরই মাঝে হঠাৎ করেই এক ছাত্র অপর ছাত্রের উপর ছুরি চালাতে থাকে।  ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় ভুক্তভুগী। আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। গলগল করে বেরিয়ে আসে রক্ত। ছুটে আসেন মেট্রো স্টেশনে মোতায়েন থাকা নিরাপত্তারক্ষীরাও।

আরও পড়ুন: হাইকোর্টের বড় নির্দেশ: চাকরিহারা গ্রুপ C ও D কর্মীদের আর মিলবে না ভাতা

আপাতত ওই আহত যুবককে সাগর দত্ত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঘটনাস্থলে পৌঁছছে দক্ষিণেশ্বর থানার পুলিশও।

এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। আটক হওয়া তিনজন নিহতেরই বন্ধু। কিন্তু কী কারণে এই হামলা?  কোনও প্রণয় ঘটিত কারণেই ওই স্কুল পড়ুয়ার উপর হামলা চালায় তারা।