দলিত মহিলাকে মারধরের অভিযোগ, ইউপি পুলিশ জানাল ‘সামান্য শক্তি’ প্রয়োগ করা হয়েছে

- আপডেট : ৮ নভেম্বর ২০২২, মঙ্গলবার
- / 49
পুবের কলম, ওয়েবডেস্কঃ এক দলিত মহিলাকে মারধর থেকে গালিগালাজের অভিযোগ উঠল ইউপি পুলিশের বিরুদ্ধে। এক ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, এক প্রতিবাদী দলিত মহিলাকে গালিগালাজ, হেনস্থা থেকে মারধর করতে। এদিকে পুলিশ সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ওই দলিত মহিলা, পুলিশকর্মী সহ তাদের গাড়ি লক্ষ্য করে পাথর ছুঁড়েছে। পুলিশ মারধরের কথা অস্বীকার করে জানিয়েছে, ওই প্রতিবাদী মহিলার উপর ‘সামান্য শক্তি’ প্রয়োগ করা হয়েছে। উত্তরপ্রদেশের জালালপুরের আম্বেদকর নগরের নগরের ঘটনা।
ঘটনার সূত্রপাত হয় পাশের একটি স্থানে আম্বেদকরের মূর্তি ভাঙা নিয়ে। এর প্রতিবাদে দলিত মহিলারা সোচ্চার হয়। জানা যায়, উচ্চ বর্ণের হিন্দুরা আম্বেদকরের মূর্তিতে কালি ছিটিয়ে দেয়।
রবিবার রাতে, কিছু ব্যক্তি আম্বেদকর নগরের একটি জমি দখল করার চেষ্টা করেছিল, যেখানে একসময় আম্বেদকরের মূর্তি ছিল। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়। এর পরেই মানুষ রাস্তা অবরোধ করে প্রতিবাদে নামে। এর ফলে যানজট তৈরি হয়। পুলিশ যানচলাচল সচল করতে চাইলে মহিলা বিক্ষোভকারীরা বাধা দেন।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়েছে।
দলিত অধিকার কর্মী, ভীম আর্মির সভাপতি চন্দ্রশেখর আজাদ একটি ট্যুইটে এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘উচ্চবর্ণের হিন্দুরা আম্বেদকরের মূর্তির দিকে কালি ছুঁড়ে মারার পরে বিক্ষোভটি হয়েছিল। রবিবার রাতে, কিছু ব্যক্তি আম্বেদকর নগরের একটি জমি দখল করার চেষ্টা করেছিল, যেখানে একসময় আম্বেদকরের মূর্তি ছিল। দলিত পুরুষ ও মহিলারা পুলিশকে আম্বেদকরের মূর্তিকে অপবিত্র করা হয়েছে বলে তারা পুলিশকে জানিয়েছে।’
এদিকে অন্য একটি ভিডিওতে কয়েকজন প্রতিবাদী মহিলাকে পুলিশমহিলা কর্মীদের চুল ধরে টানতে হেনস্থা করতে দেখা যায়।
আম্বেদকর নগরের পুলিশ সুপার অজিত কুমার সিনহা বলেন, ‘বিশৃঙ্খলা চলাকালীন কিছু বিক্ষোভকারী পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে তখন সামান্য শক্তি প্রয়োগ করতে হয়। দুটি এফআইআর দায়ের হয়েছে।
প্রথম অভিযোগটি এমন লোকদের বিরুদ্ধে করা হয়েছিল যারা আম্বেদকর মূর্তি ভাঙচুর করেছে বলে অভিযোগ করা হয়েছিল, আর দ্বিতীয়টি ছিল তাদের বিরুদ্ধে যারা অভিযোগ করে পুলিশ অফিসারদের উপর হামলা করেছিল।