পুলিশের মারে দলিত যুবকের মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের
- আপডেট : ১ ডিসেম্বর ২০২৫, সোমবার
- / 44
পুবের কলম, বেঙ্গালুরু: পুলিশি হেফাজতে দলিত যুবকের মৃত্যু ঘিরে প্রশ্নের মুখে কর্নাটক সরকার। পুলিশি হেফাজতে পঁচিশ বছর বয়সী দর্শন নামের দলিত যুবককে মারধরের জেরে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সূত্রের খবর, কোরামঙ্গালার সোনেনাহাল্লির দলিত যুবককে আটক করে নিয়ে যায় পুলিশ। গত বুধবার বেঙ্গালুরুর বিবেকনগর থানায় বেধড়ক মারধর করা হয় তাকে বলে অভিযোগ। মারধরের জেরে যুবককের মৃত্যু হয়েছে বলে করেছে পরিবার। পুলিশ এবং ইউনিটি সোশ্যাল সার্ভিস ট্রাস্ট রিহ্যাবিলিটেশন সেন্টারের বিরুদ্ধে অবৈধ হেফাজত, মারধর এবং গাফিলতির অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার। যুবকের মা দর্শন আদিলক্ষ্মীর অভিযোগ, পুলিশের মারে তার ছেলের মৃত্যুর হয়েছে। পরিবারের অভিযোগের পর ইতিমধ্যে বেঙ্গালুরুর বিবেকনগর থানার স্টেশন ইন্সপেক্টরসহ চারজন পুলিশ কর্মীকে তদন্তের আওতায় নিয়ে আসা হয়েছে।
জানা গিয়েছে, মদ্যপানের আসক্তির সাথে লড়াই করছিলেন দর্শন। তাকে ১২ নভেম্বর তার বাড়ির কাছে এক ঝগড়ার পর পুলিশ তাকে তুলে নিয়ে যায়। এর তিনদিন পর বিবেকনগর পুলিশ তাঁকে আদাকামারানাহাল্লির পুনর্বাসন কেন্দ্রে ভর্তির ব্যবস্থা করে। পরিবারের দাবি, ছেলের সাথে দেখা করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পুনর্বাসন কেন্দ্রে ভর্তির জন্য আড়াই হাজার টাকা দাবি করেছিল। যুবকের মা আদিলক্ষ্মী বলেন, পুলিশ তাঁকে জানায় যে দর্শন সুস্থ হয়ে উঠছেন। কিন্তু বুধবার ফোন করে জানানো হয়, দর্শনের শ্বাসকষ্ট হয়েছে এবং তিনি মারা গেছেন। তাঁর অভিযোগ, “আমরা যখন কেন্দ্রে যায়, তখন ছেলে সেখানে ছিল না। আমাদের নেলামঙ্গলা সরকারি হাসপাতালে যেতে বলা হয়। সেখানে গেলে চিকিৎসকেরা জানান যুবকের মৃত্যু হয়েছে।” আদিলক্ষ্মীর অভিযোগ, পুলিশ হেফাজতে থাকাকালীন তাঁর ছেলেকে লাঞ্ছিত করা হয়েছিল এবং পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় সে হাঁটতে পারছিল না। ছেলের বুকে, পিঠে, হাত এবং পায়ে আঘাতের চিহ্ন ছিল।
গোটা ঘটনা নিয়ে বেঙ্গালুরু জেলা পুলিশ সুপার সি কে বাবা জানিয়েছেন, প্রাথমিক তদন্তের ভিত্তিতে মাদানায়াকানাহল্লি পুলিশ বিএনএসের একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। বিবেকনগরের ইন্সপেক্টর, একজন পুলিশ কনস্টেবল এবং আরও দুজনের নামের এফআইআর করা হয়েছে। মামলাটি নিরপেক্ষ তদন্তের জন্য সিআইডিকে দেওয়া হয়েছে।

























