১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ে বাড়ির খাবার স্পর্শ করায় দলিত যুবকে মারধর, অধরা অভিযুক্তরা

ছবি-সংগৃহীত

পুবের কলম ওয়েব ডেস্কঃ ফের দলিত নিগ্রহের সাক্ষী রইল বিজেপি শাসিত উত্তর প্রদেশ। বিয়ে বাড়ির খাবার স্পর্শ করায় দলিত যুবককে নির্মম ভাবে মারধরের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের  গোন্ডার ওয়াজিরগঞ্জ এলাকায় নওবস্তা গ্রামে। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে বলেই খবর। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

 

আরও পড়ুন: রাজ্যপালকে খুনের হুমকি মেইল, অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

উল্লেখ্য, নওবস্তা গ্রামের বাসিন্দা সন্দীপ পান্ডে নামে এক যুবকের বাড়িতে বিয়েবাড়ির খাওয়াদাওয়ার আয়োজন করা হয়। সেখানে লাল্লা নামক বছর ১৮ এর এক যুবক বিয়েবাড়িতে যায়। খাওয়ার খাবার জন্য প্লেট হাতে তুলতেই তাঁকে মারধর শুরু করে সন্দীপ ও তাঁর ভাই। লাল্লার  বড় ভাই সত্যপাল তাকে উদ্ধার করতে এলে তাঁকেও মারধর করা হয়। পাশাপাশি তাঁর মোটরসাইকেলটি ভাঙচুর করা হয়।  শনিবার সমগ্র বিষয়টিযুবকের পরিবার গ্রামের প্রধানকে জানায়। এই কথা সন্দীপ ও তাঁর ভাইদের কানে  যেতেই লাল্লা ও তাঁর বাড়িতে হামলা চালাই তারা । শুধু তাই নয়, লাল্লাকে মারধর করা হয়। তারপরই লাল্লার পরিবার স্থানীয় থানায় সন্দীপ ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।

আরও পড়ুন: খুনিদের রক্ষা! আখলাক হত্যাকাণ্ডের অভিযুক্তদের ছাড় দিতে উদ্যোগী উত্তরপ্রদেশ সরকার

 

আরও পড়ুন: ৮১ কোটি মানুষের জন্য খাদ্য ও পুষ্টির সমতা নিশ্চিত করতে ভারতের বহুমুখী অভিযান

এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এএএসপি শিবরাজ বলেছেন,অভিযুক্ত সন্দীপ পান্ডে, ও বাকি অভিযুক্তদের বিরুদ্ধে  মারধর,ভীতি প্রদর্শন এবং এসসি/এসটি (অত্যাচার প্রতিরোধ) আইনের অধীনে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে । ঘটনার তদন্ত করে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য রেকর্ড করা হবে বলেও  জানিয়েছেন তিনি। তবে এখনও পর্যন্তও অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি বলেই সংবাদ মাধ্যম, সূত্রে খবর।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ইরান ছাড়ার জরুরি সতর্কতা যুক্তরাষ্ট্রের, নাগরিকদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিয়ে বাড়ির খাবার স্পর্শ করায় দলিত যুবকে মারধর, অধরা অভিযুক্তরা

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ ফের দলিত নিগ্রহের সাক্ষী রইল বিজেপি শাসিত উত্তর প্রদেশ। বিয়ে বাড়ির খাবার স্পর্শ করায় দলিত যুবককে নির্মম ভাবে মারধরের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের  গোন্ডার ওয়াজিরগঞ্জ এলাকায় নওবস্তা গ্রামে। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে বলেই খবর। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

 

আরও পড়ুন: রাজ্যপালকে খুনের হুমকি মেইল, অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

উল্লেখ্য, নওবস্তা গ্রামের বাসিন্দা সন্দীপ পান্ডে নামে এক যুবকের বাড়িতে বিয়েবাড়ির খাওয়াদাওয়ার আয়োজন করা হয়। সেখানে লাল্লা নামক বছর ১৮ এর এক যুবক বিয়েবাড়িতে যায়। খাওয়ার খাবার জন্য প্লেট হাতে তুলতেই তাঁকে মারধর শুরু করে সন্দীপ ও তাঁর ভাই। লাল্লার  বড় ভাই সত্যপাল তাকে উদ্ধার করতে এলে তাঁকেও মারধর করা হয়। পাশাপাশি তাঁর মোটরসাইকেলটি ভাঙচুর করা হয়।  শনিবার সমগ্র বিষয়টিযুবকের পরিবার গ্রামের প্রধানকে জানায়। এই কথা সন্দীপ ও তাঁর ভাইদের কানে  যেতেই লাল্লা ও তাঁর বাড়িতে হামলা চালাই তারা । শুধু তাই নয়, লাল্লাকে মারধর করা হয়। তারপরই লাল্লার পরিবার স্থানীয় থানায় সন্দীপ ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।

আরও পড়ুন: খুনিদের রক্ষা! আখলাক হত্যাকাণ্ডের অভিযুক্তদের ছাড় দিতে উদ্যোগী উত্তরপ্রদেশ সরকার

 

আরও পড়ুন: ৮১ কোটি মানুষের জন্য খাদ্য ও পুষ্টির সমতা নিশ্চিত করতে ভারতের বহুমুখী অভিযান

এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এএএসপি শিবরাজ বলেছেন,অভিযুক্ত সন্দীপ পান্ডে, ও বাকি অভিযুক্তদের বিরুদ্ধে  মারধর,ভীতি প্রদর্শন এবং এসসি/এসটি (অত্যাচার প্রতিরোধ) আইনের অধীনে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে । ঘটনার তদন্ত করে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য রেকর্ড করা হবে বলেও  জানিয়েছেন তিনি। তবে এখনও পর্যন্তও অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি বলেই সংবাদ মাধ্যম, সূত্রে খবর।