২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

টিভির আওয়াজ কমাতে বলায় শাশুড়ির তিনটে আঙুলে কামড় বসালেন বৌমা

সামিমা এহসানা
  • আপডেট : ৭ সেপ্টেম্বর ২০২২, বুধবার
  • / 60

পুবের কলম, ওয়েব ডেস্ক: শাশুড়ি বৌমার কলহ নিয়ে অনেকেই বলে থাকেন ‘বেশ কয়েকটি বাসন এক জায়গায় থাকলে আওয়াজ হওয়াই স্বাভাবিক।’ কিন্তু টিভির আওয়াজ বন্ধ করতে বলায় বৌমা, শাশুড়ির আঙুল কামড়ে নিয়েছেন এমন ঘটনা সম্ভবত প্রথম দেখল দেশ। মহারাষ্ট্রের একটি হাই প্রোফাইল সোসাইটিতে থাকেন বৃষালী কুলকর্ণী (৬০), তাঁর বৌমা বিজয়া কুলকর্ণী।  শাশুড়ি বৃষালী ভজন গাইছিলেন। এমন সময় টিভির আওয়াজ বাড়িয়ে দিয়ে একটি অনুষ্ঠান দেখছিলেন বিজয়া। বারবার তাকে আওয়াজ বন্ধ করতে বলার পরও বৌমা, বিজয়া সেকথা শোনেন নি। উল্টে আরও জোরে টিভি দেখতে থাকেন।

এরপর বাধ্য হয়ে শাশুড়ি বৃষালি টিভির সুইচ বন্ধ করে দিলে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। সেই ঝগড়া ক্রমশ বাড়তে থাকে। একে অপরকে কথা শোনাতে থাকেন। এমন সময় মেজাজ হারিয়ে বিজয়া তার শাশুড়ির হাতের তিনটে আঙুলে কামড়ে দেন। পরিস্থিতি দেখে বিজয়াকে বাধা দিতে আসেন তার স্বামী। এবার নতুন করে স্বামীর উপর রাগ উগরে দিতে তাকে চড় মারেন বিজয়া। ঘটনার পর শিবাজিনগর থানায় বৌমার বিরুদ্ধে অভিযোগ জানান বৃষালী কুলকর্ণী। শিবাজিনগর থানার পুলিশ বিজয়ার বিরুদ্ধে আইপিসির ৩২৪ ধারায় মামলা দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, এমন ঝগড়া তাদের মধ্যে প্রায়শই লেগে থাকত।

আরও পড়ুন: কাজী নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজীর মৃত্যুতে শোকজ্ঞাপন করে ট্যুইট প্রধানমন্ত্রী হাসিনার

আরও পড়ুন: ইন্তেকাল করলেন কাজী নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজী, শোকবার্তা মুখ্যমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টিভির আওয়াজ কমাতে বলায় শাশুড়ির তিনটে আঙুলে কামড় বসালেন বৌমা

আপডেট : ৭ সেপ্টেম্বর ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: শাশুড়ি বৌমার কলহ নিয়ে অনেকেই বলে থাকেন ‘বেশ কয়েকটি বাসন এক জায়গায় থাকলে আওয়াজ হওয়াই স্বাভাবিক।’ কিন্তু টিভির আওয়াজ বন্ধ করতে বলায় বৌমা, শাশুড়ির আঙুল কামড়ে নিয়েছেন এমন ঘটনা সম্ভবত প্রথম দেখল দেশ। মহারাষ্ট্রের একটি হাই প্রোফাইল সোসাইটিতে থাকেন বৃষালী কুলকর্ণী (৬০), তাঁর বৌমা বিজয়া কুলকর্ণী।  শাশুড়ি বৃষালী ভজন গাইছিলেন। এমন সময় টিভির আওয়াজ বাড়িয়ে দিয়ে একটি অনুষ্ঠান দেখছিলেন বিজয়া। বারবার তাকে আওয়াজ বন্ধ করতে বলার পরও বৌমা, বিজয়া সেকথা শোনেন নি। উল্টে আরও জোরে টিভি দেখতে থাকেন।

এরপর বাধ্য হয়ে শাশুড়ি বৃষালি টিভির সুইচ বন্ধ করে দিলে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। সেই ঝগড়া ক্রমশ বাড়তে থাকে। একে অপরকে কথা শোনাতে থাকেন। এমন সময় মেজাজ হারিয়ে বিজয়া তার শাশুড়ির হাতের তিনটে আঙুলে কামড়ে দেন। পরিস্থিতি দেখে বিজয়াকে বাধা দিতে আসেন তার স্বামী। এবার নতুন করে স্বামীর উপর রাগ উগরে দিতে তাকে চড় মারেন বিজয়া। ঘটনার পর শিবাজিনগর থানায় বৌমার বিরুদ্ধে অভিযোগ জানান বৃষালী কুলকর্ণী। শিবাজিনগর থানার পুলিশ বিজয়ার বিরুদ্ধে আইপিসির ৩২৪ ধারায় মামলা দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, এমন ঝগড়া তাদের মধ্যে প্রায়শই লেগে থাকত।

আরও পড়ুন: কাজী নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজীর মৃত্যুতে শোকজ্ঞাপন করে ট্যুইট প্রধানমন্ত্রী হাসিনার

আরও পড়ুন: ইন্তেকাল করলেন কাজী নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজী, শোকবার্তা মুখ্যমন্ত্রীর