মেয়ের নামে ইনিউমারেশন ফর্ম না আসায় গভীর চিন্তা, রাজগঞ্জে আত্মহত্যা করলেন বাবা
- আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার
- / 76
পুবের কলম, ওয়েবডেস্ক: জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়িতে এসআইআর–এর আবহে চাঞ্চল্যকর ঘটনা। মেয়ের নামে ইনিউমারেশন ফর্ম না আসায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ভুবনচন্দ্র রায় (৫৯)। বৃহস্পতিবার রাতে বাড়ির পাশের গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে জানা গেছে, ভুবনচন্দ্র রায়ের মেয়ে শিবানী রায় (৩১) কয়েক বছর আগে অন্য ব্লকে বিয়ে হলেও বাপেরবাড়ির এলাকা—আমবাড়ির কামারভিটা বুথেই ভোট দিতেন। পরিবারের অন্য সদস্যদের নামে ইনিউমারেশন ফর্ম এলে শিবানীর নামে ফর্ম না আসায় প্রবল দুশ্চিন্তায় পড়েছিলেন ভুবনবাবু। কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে অস্থির ছিলেন তিনি, এবং শেষ পর্যন্ত ঘটে যায় মর্মান্তিক ঘটনা। খবর পেয়ে মৃতের বাড়িতে যান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, তৃণমূলের ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়, অঞ্চল সভাপতি তুষারকান্তি দত্ত, গ্রাম পঞ্চায়েত প্রধান সমিজুদ্দিন আহমেদ সহ স্থানীয় নেতৃত্ব। পরিবারের দাবি—মেয়ের নামে ইনিউমারেশন ফর্ম না আসার হতাশায় আত্মঘাতী হয়েছেন ভুবনচন্দ্র।
বিধায়ক খগেশ্বর রায়ও একই দাবি করেন। তিনি বলেন, “শুধু এই ঘটনা নয়, এসআইআর আতঙ্কে জলপাইগুড়ি ও রাজ্যের বিভিন্ন জায়গায় কয়েকজন আত্মহত্যা করেছেন। পরিবারটিকে আশ্বস্ত করেছি—চিন্তার কিছু নেই। ভুবনবাবুর মেয়ের নাম ভোটার তালিকায় অবশ্যই উঠবে। আমরা পরিবারের পাশে আছি।”





























