Breaking: এগরা বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত ভানু বাগের মৃত্যু ওড়িশার হাসপাতালে

- আপডেট : ১৯ মে ২০২৩, শুক্রবার
- / 5
পুবের কলম, ওয়েবডেস্ক: এগরা বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত ভানু বাগের ওড়িশা হাসপাতালে মৃত্যু হল। বিস্ফোরণের পর এলাকা থেকে পালিয়েছিলেন ভানু। কটকের হাসপাতালে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় ভর্তি হয়েছিলেন ভানু বাগ। শুক্রবার ভোর ৩টে নাগাদ মৃত্যু হয়েছে তার। তার ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।
মঙ্গলবার এগরায় বিস্ফোরণের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়। ছড়িয়ে ছিটিয়ে পড়ে দেহ। প্রায় ২৫ বছর ধরে এগ্রার খাদিকুল গ্রামের অবৈধ আতশবাজি কারখানা চালাচ্ছিল ভানু বাগ। ভানু বাগকে সিআইডি এবং পূর্ব মেদিনীপুর পুলিশ কটকের বালাসোরে আটক করে।
অগ্নিদগ্ধ অবস্থায় বেসরকারি হাসপাতলে ভর্তি করা হয়। ভানু বাগের ছেলে কটক হাসপাতালে ভর্তি রয়েছে, ভাইপোকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর পরই, ভানু এবং আরও দু’জন মোটরসাইকেলে বালাসোরে পালিয়ে যায়।