০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রখ্যাত আলেম মাওলানা আবুল কালাম রহমানির ইন্তেকাল

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৩ জানুয়ারী ২০২২, রবিবার
  • / 35

পুবের কলম ওয়েবডেস্কঃ প্রখ্যাত আলেম মাওলানা আবুল কালাম রহমানির ইন্তেকাল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বয়স জনিত কারণে তিনি দীর্ঘদিন ভুগছিলেন। রবিবার সকাল ৬টায় ইন্তেকাল করেন। বয়স হয়েছিল ৮১ বছর  মাওলানা রহমানি ছিলেন সুবক্তা,শিক্ষক এবং লেখক। মাওলানার লেখা বই ‘বায়ানুল মুবাল্লেগীর্ন এক সময় খুবই প্রসিদ্ধ লাভ করেছিল।

তাঁর লেখা আরও বই দ্বীনের দাওয়াতের কাজে এখনও ব্যবহার হচ্ছে। সোমবার সকাল ১১টায় মাওলানার গ্রাম দক্ষিণ ২৪ পরগনার বাসন্তিতে জানাযা হবে বলে জানিয়েছেন মরহুমের পুত্র আনিসুর রহমান। মাওলানা রহমানি ছিলেন কলম পত্রিকার একনিষ্ঠ ভ«। সাপ্তাহিক কলম প্রকাশ কালে মাওলানা কলকাতার কলম অফিসে এসে সপ্তাহের পর সপ্তাহ কাটিয়ে গিয়েছেন এবং বহু মূল্যবান পরামর্শ দিতেন। তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন পুবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান। অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল সহ বহু মুসলিম সংগঠনের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছিলেন মাওলানা রহমানি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রখ্যাত আলেম মাওলানা আবুল কালাম রহমানির ইন্তেকাল

আপডেট : ২৩ জানুয়ারী ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ প্রখ্যাত আলেম মাওলানা আবুল কালাম রহমানির ইন্তেকাল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বয়স জনিত কারণে তিনি দীর্ঘদিন ভুগছিলেন। রবিবার সকাল ৬টায় ইন্তেকাল করেন। বয়স হয়েছিল ৮১ বছর  মাওলানা রহমানি ছিলেন সুবক্তা,শিক্ষক এবং লেখক। মাওলানার লেখা বই ‘বায়ানুল মুবাল্লেগীর্ন এক সময় খুবই প্রসিদ্ধ লাভ করেছিল।

তাঁর লেখা আরও বই দ্বীনের দাওয়াতের কাজে এখনও ব্যবহার হচ্ছে। সোমবার সকাল ১১টায় মাওলানার গ্রাম দক্ষিণ ২৪ পরগনার বাসন্তিতে জানাযা হবে বলে জানিয়েছেন মরহুমের পুত্র আনিসুর রহমান। মাওলানা রহমানি ছিলেন কলম পত্রিকার একনিষ্ঠ ভ«। সাপ্তাহিক কলম প্রকাশ কালে মাওলানা কলকাতার কলম অফিসে এসে সপ্তাহের পর সপ্তাহ কাটিয়ে গিয়েছেন এবং বহু মূল্যবান পরামর্শ দিতেন। তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন পুবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান। অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল সহ বহু মুসলিম সংগঠনের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছিলেন মাওলানা রহমানি।