০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাতিল উড়ানের টিকিটের মূল্য ফেরতে বিলম্ব, মার্কিন মুলুকে মোটা অঙ্কের জরিমানা এয়ারইন্ডিয়াকে

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৫ নভেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 66

 

পুবের কলম ওয়েবডেস্ক:  এবার চরম অস্বস্তিতে এয়ার ইন্ডিয়া। বিমান বাতিল হওয়ার পরে যাত্রিদের টিকিটের টাকা ফেরত না দেওয়ার জন্য মোটা অঙ্কের জরিমানা করল মার্কিন পরিবহন সংস্থা।টিকিটের ফেরত মূল্য হিসেবে ১২১.৫ মিলিয়ন মার্কিন ডলার এবং জরিমানা হিসেবে ১.৪ মিলিয়ন মার্কিন ডলার দিতে হবে এয়ার ইন্ডিয়াকে। সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, অতিমারীর সময় উড়ান বাতিলের কারণেই এই জরিমানা। তবে  এয়ার ইন্ডিয়া ছাড়াও আরও ৬টি উড়ান সংস্থাকে টিকিটের ফেরত মূল্য না দেওয়ার জন্য জরিমানা করেছে মার্কিন পরিবহন দফতর। সব মিলিয়ে মোট ৬০০ মিলিয়ন ডলার ফেরত মূল্য চাওয়া হয়েছে।

আরও পড়ুন: শোক কাটেনি মর্মান্তিক বিমান দুর্ঘটনার, ডিজে পার্টিতে এয়ার ইন্ডিয়ার কর্তাদের উদ্দাম নাচ

অন্যদিকে মার্কিন পরিবহন দফতর জানিয়েছে এয়ারইন্ডিয়া কে কেন আর্থিক জরিমানা করা হয়েছে। এয়ার ইন্ডিয়া যে পদ্ধতি মেনে বাতিল টিকিটের অর্থ ফেরত দেয় তার সঙ্গে তাদের দেশের নিয়মের কোন মিল নেই।মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়মানুসারে কড়া ভাবে মেনে চলা হয় রিফাইন্ড অন রিকোয়েস্ট নীতি। কোন কারণে উড়ান বাতিল হলে সঙ্গে সঙ্গে যাত্রিকে ফেরত দিতে হয় টিকিটের টাকা, তা না হলেই উড়ান সংস্থাকে মোটা অঙ্কের জরিমানা করা হয়।

আরও পড়ুন: এএআইবির ল্যাবে ব্ল্যাক বক্স, তথ্য উদ্ধারের সম্ভাবনা প্রবল

 

আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানের উড়ান বন্ধ রাখার আবেদন, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাতিল উড়ানের টিকিটের মূল্য ফেরতে বিলম্ব, মার্কিন মুলুকে মোটা অঙ্কের জরিমানা এয়ারইন্ডিয়াকে

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, মঙ্গলবার

 

পুবের কলম ওয়েবডেস্ক:  এবার চরম অস্বস্তিতে এয়ার ইন্ডিয়া। বিমান বাতিল হওয়ার পরে যাত্রিদের টিকিটের টাকা ফেরত না দেওয়ার জন্য মোটা অঙ্কের জরিমানা করল মার্কিন পরিবহন সংস্থা।টিকিটের ফেরত মূল্য হিসেবে ১২১.৫ মিলিয়ন মার্কিন ডলার এবং জরিমানা হিসেবে ১.৪ মিলিয়ন মার্কিন ডলার দিতে হবে এয়ার ইন্ডিয়াকে। সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, অতিমারীর সময় উড়ান বাতিলের কারণেই এই জরিমানা। তবে  এয়ার ইন্ডিয়া ছাড়াও আরও ৬টি উড়ান সংস্থাকে টিকিটের ফেরত মূল্য না দেওয়ার জন্য জরিমানা করেছে মার্কিন পরিবহন দফতর। সব মিলিয়ে মোট ৬০০ মিলিয়ন ডলার ফেরত মূল্য চাওয়া হয়েছে।

আরও পড়ুন: শোক কাটেনি মর্মান্তিক বিমান দুর্ঘটনার, ডিজে পার্টিতে এয়ার ইন্ডিয়ার কর্তাদের উদ্দাম নাচ

অন্যদিকে মার্কিন পরিবহন দফতর জানিয়েছে এয়ারইন্ডিয়া কে কেন আর্থিক জরিমানা করা হয়েছে। এয়ার ইন্ডিয়া যে পদ্ধতি মেনে বাতিল টিকিটের অর্থ ফেরত দেয় তার সঙ্গে তাদের দেশের নিয়মের কোন মিল নেই।মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়মানুসারে কড়া ভাবে মেনে চলা হয় রিফাইন্ড অন রিকোয়েস্ট নীতি। কোন কারণে উড়ান বাতিল হলে সঙ্গে সঙ্গে যাত্রিকে ফেরত দিতে হয় টিকিটের টাকা, তা না হলেই উড়ান সংস্থাকে মোটা অঙ্কের জরিমানা করা হয়।

আরও পড়ুন: এএআইবির ল্যাবে ব্ল্যাক বক্স, তথ্য উদ্ধারের সম্ভাবনা প্রবল

 

আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানের উড়ান বন্ধ রাখার আবেদন, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা