০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শীতকালীন অধিবেশনে বিলম্ব খোঁচা তৃণমূলের, রণনীতি সাজাচ্ছে কং  

ইমামা খাতুন
  • আপডেট : ২৩ নভেম্বর ২০২২, বুধবার
  • / 62

পুবের কলম ওয়েব ডেস্কঃ শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে ৭ ডিসেম্বর থেকে শেষ হবে ২৯ ডিসেম্বর। রণনীতি চূড়ান্ত করতে বৈঠকে বসছে কংগ্রেস। ৪ ডিসেম্বর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে বিশ্বে স্টিয়ারিং কমিটির বৈঠক। কিভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়া হবে মূলত সে বিষয়ে আলোচনা হতে পারে এদিন। এদিকে শীতকালীন অধিবেশন পিছিয়ে দেওয়া নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।

 

আরও পড়ুন: মোদির বজ্রকন্ঠ কেড়ে নিয়েছেন Donald Trump: জয়রাম রমেশ

তৃণমূলের অভিযোগ মোদি সরকার গত আট বছরে তিন বার নির্বাচনের কারণ দেখিয়ে শীতকালীন অধিবেশন,  দেরিতে শুরু করেছে। ২০১৪ সালের আগে তিন দশকে এমন ঘটনা ঘটেছে মাত্র এক বার। তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, দুঃখের বিষয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসংযোগ কর্মসূচি এবং ভোটের বিরতিপর্ব এখন পরিণত হয়েছে সংসদীয় অধিবেশনে! সাধারণত সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয় নভেম্বরের দ্বিতীয়ার্ধে। বড়দিনের আগে তা শেষ হয়। এ বারে তা শুরু হবে ৭ ডিসেম্বর অর্থাৎ গুজরাত ভোটের দু’দিন পরে। বড়দিন এবং নতুন বছরের মধ্যেও সংসদ চালানোটাকে আস্তে আস্তে নিয়মে পরিণত করছে এই সরকার। ডেরেক আরও বলেন, ১৯৫০ থেকে ১৯৭০ পর্যন্ত লোকসভায় গড়ে বছরে ১২০ দিন বসত অধিবেশন। এখন সেই গড় নেমে দাঁড়িয়েছে ৬৮ দিনে।

আরও পড়ুন: মোদির বিরুদ্ধে অপশব্দ ব্যবহারে বিতর্ক কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে

আরও পড়ুন: ছাত্র পরিষদের সভায় সংগঠনকে মজবুত করার ডাক কংগ্রেসের

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শীতকালীন অধিবেশনে বিলম্ব খোঁচা তৃণমূলের, রণনীতি সাজাচ্ছে কং  

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে ৭ ডিসেম্বর থেকে শেষ হবে ২৯ ডিসেম্বর। রণনীতি চূড়ান্ত করতে বৈঠকে বসছে কংগ্রেস। ৪ ডিসেম্বর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে বিশ্বে স্টিয়ারিং কমিটির বৈঠক। কিভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়া হবে মূলত সে বিষয়ে আলোচনা হতে পারে এদিন। এদিকে শীতকালীন অধিবেশন পিছিয়ে দেওয়া নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।

 

আরও পড়ুন: মোদির বজ্রকন্ঠ কেড়ে নিয়েছেন Donald Trump: জয়রাম রমেশ

তৃণমূলের অভিযোগ মোদি সরকার গত আট বছরে তিন বার নির্বাচনের কারণ দেখিয়ে শীতকালীন অধিবেশন,  দেরিতে শুরু করেছে। ২০১৪ সালের আগে তিন দশকে এমন ঘটনা ঘটেছে মাত্র এক বার। তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, দুঃখের বিষয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসংযোগ কর্মসূচি এবং ভোটের বিরতিপর্ব এখন পরিণত হয়েছে সংসদীয় অধিবেশনে! সাধারণত সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয় নভেম্বরের দ্বিতীয়ার্ধে। বড়দিনের আগে তা শেষ হয়। এ বারে তা শুরু হবে ৭ ডিসেম্বর অর্থাৎ গুজরাত ভোটের দু’দিন পরে। বড়দিন এবং নতুন বছরের মধ্যেও সংসদ চালানোটাকে আস্তে আস্তে নিয়মে পরিণত করছে এই সরকার। ডেরেক আরও বলেন, ১৯৫০ থেকে ১৯৭০ পর্যন্ত লোকসভায় গড়ে বছরে ১২০ দিন বসত অধিবেশন। এখন সেই গড় নেমে দাঁড়িয়েছে ৬৮ দিনে।

আরও পড়ুন: মোদির বিরুদ্ধে অপশব্দ ব্যবহারে বিতর্ক কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে

আরও পড়ুন: ছাত্র পরিষদের সভায় সংগঠনকে মজবুত করার ডাক কংগ্রেসের