পুবের কলম, ওয়েবডেস্ক: উন্নাও ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত বিজেপির প্রাক্তন বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের যাবজ্জীবন কারাদণ্ডে শর্তসাপেক্ষ স্থগিতাদেশ দেওয়ার সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। দিল্লি হাইকোর্টের এই রায়ের প্রতিবাদে মঙ্গলবার রাত থেকে দিল্লি গেটের সামনে ধর্নায় বসেন নির্যাতিতা, তাঁর মা এবং সমাজকর্মী যোগিতা ভায়ানা। অভিযোগ, রাতের অন্ধকারেই দিল্লি পুলিশ তাঁদের জোর করে ধর্নাস্থল থেকে সরিয়ে দেয়। নির্যাতিতার দাবি, তাঁকে টেনে-হিঁচড়ে তুলে দেওয়া হয়। নির্যাতিতা জানিয়েছেন, আদালতের সিদ্ধান্তে তিনি ভীত ও মানসিকভাবে বিপর্যস্ত। তাঁর অভিযোগ, ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই কুলদীপকে জামিন দেওয়া হয়েছে। সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, “এই রায় শুনে আত্মহত্যার কথাও মাথায় এসেছিল। পরিবারকে ভেবে নিজেকে সামলেছি। একজন ধর্ষণ অভিযুক্ত বাইরে থাকলে আমরা কীভাবে নিরাপদ থাকব?” উল্লেখ্য, দিল্লি হাইকোর্ট কুলদীপ সিং সেঙ্গারকে শর্তসাপেক্ষে জামিন দিলেও নির্যাতিতার বাড়ির পাঁচ কিলোমিটারের মধ্যে প্রবেশ ও পরিবারকে হুমকি দেওয়ার ওপর কড়াকড়ি নিষেধাজ্ঞা জারি করেছে।
২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ধর্ষকের জামিনের প্রতিবাদে দিল্লি গেটে ধর্না, উন্নাওয়ের নির্যাতিতাকে টেনে সরালো দিল্লি পুলিশ
-
কিবরিয়া আনসারি - আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার
- 9
সর্বধিক পাঠিত





























