ইভিএমের বদলে ব্যালটে ভোটের আর্জি খারিজ দিল্লি হাইকোর্টে
- আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, বুধবার
- / 242
পুবের কলম ওয়েবডেস্ক: নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : ইভিএম এর বদলে ব্যালট? কখনই নয়। বলে দিলেন দিল্লি হাইকোর্টের বিচারপতিদের বেঞ্চ। আবেদনকারী উপেন্দ্রনাথ দলুই এই আবেদন করেছিলেন। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডি উপাধ্যায় এবং বিচারপতি তুষার রাও গেডেলা ওই আবেদন খারিজ করে দিয়ে বলেন, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। আগেই সুপ্রিম কোর্ট এই ধরনের এক আবেদন খারিজ করে দিয়েছে।
দিল্লি হাইকোর্টের এক সমন্বয়কারী বেঞ্চও অনুরূপ আবেদন খারিজ করে দিয়েছে। তারপরও এমন মামলা করেছেন কেন? কেন্দ্রীয় সরকারের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা বলেন, এই আবেদনকারীকে কিছুদিন আগে আজেবাজে অভিযোগ তোলার জন্য আদালত তিরস্কার করে। ওঁকে সতর্ক করে দেওয়া হয়েছিল যে, বারবার আদালতে যেন আবোলতাবোল অভিযোগ করতে না আসেন। আদালতের কাজ নষ্ট করার অধিকার নেই কারও।
সুপ্রিম কোর্ট এই মামলার রায় দিয়ে দিয়েছে। এরপর বিচারপতিরা ওই আবেদনকারীকে বলেন, আগের রায় পড়েছেন? না পড়েই চলে এসেছেন? এভাবে কোর্টকে বিরক্ত করবেন না। গঠনমূলক কিছু করুন। আবেদনকারী তা শুনেও বলেন, তিনি এই আবেদন বহাল রাখতে চান। তখন বিচারপতিরা তা খারিজ করে দেন।






















































