বেঞ্চকে আঘাত করেছে, ব্যবস্থা নেওয়া উচিত: সিজেআই-কে জুতো নিক্ষেপ নিয়ে দিল্লি হাইকোর্ট
- আপডেট : ১২ নভেম্বর ২০২৫, বুধবার
- / 66
পুবের কলম, নয়াদিল্লি: দেশের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের ওপর জুতো নিক্ষেপের ঘটনায় এবার নিন্দা জানাল দিল্লি হাইকোর্ট। প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তুষার রাও গেদেলার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই ঘটনা শুধু বারের সদস্যদেরই আঘাত করেনি, আদালতের বেঞ্চকেও আঘাত করেছে। এই ঘটনার সঙ্গে সম্পর্কিত ভিডিওগুলি সরিয়ে ফেলার জন্য জনস্বার্থ সংশ্লিষ্ট একটি পিআইএল আবেদনের শুনানিতে এমনই মন্তব্য করেছে আদালত। এদিন দিল্লি হাইকোর্ট বলেছে,
“আমরা আপনার (আবেদনকারীর) উদ্বেগের সাথে একমত, সম্ভবত তার থেকে বেশি উদ্বিগ্ন আমরা। এর ঘটনা শুধু বারের সদস্যদেই আঘাত করা হয়েছল তা নয়, বেঞ্চেরও আঘাত লেগেছে। এটা কোনো ব্যক্তির কথা নয়, প্রতিষ্ঠানের বিষয়। একটি সমাজে এই ধরনের ঘটনাগুলি কেবল অবজ্ঞা করা উচিত নয়, কিছু ব্যবস্থাও নেওয়া উচিত।” কেন্দ্র সরকারের পক্ষের অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি) চেতন শর্মা বলেন, যে তিনিও আবেদনকারীর উদ্বেগের সাথে একমত।
এরপরই আবেদনকারীর পক্ষের আইনজীবী আদালতকে বলেন, ভবিষ্যতে যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে অভিযুক্ত ব্যক্তির পরিচয় গোপন রাখার নির্দেশনাও তারা চাইছেন, যাতে তারা প্রচার না পান। আইনজীবী জানান, ‘”যারা এই ধরনের কাজ করছে, তারা মিথ্যা প্রচারের জন্যই করছে। যে মুহূর্তে তাদের পরিচয় গোপন করা হবে, তা অন্যদের এই ধরনের পদক্ষেপ নেওয়া থেকে নিরুৎসাহিত করবে।” তবে এএসজি শর্মা আদালতের নজরে এনেছেন, যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ) দ্বারা শুরু করা আদালত অবমাননার কার্যক্রম শীর্ষ আদালতে বিচারাধীন রয়েছে। এই কার্যক্রম অবমাননার শুরুতে সীমাবদ্ধ নাও হতে পারে, তবে শীর্ষ আদালত ইঙ্গিত দিয়েছে যে এর পরিধিও বাড়ানো যেতে পারে। দু’পক্ষের সওয়াল জবাব শুনে হাইকোর্ট বলেছে, যে তারা বিষয়টি হাইকোর্টে বিচারাধীন রাখবে এবং আবেদনকারী যদি সুপ্রিম কোর্টের কার্যক্রমে হস্তক্ষেপ করতে ব্যর্থ হন, তাহলে হাইকোর্ট মামলাটি শুনবে। মামলার পরবর্তী শুনানি হবে ৪ ডিসেম্বর।



















































