দিল্লির তুর্কমান গেট এলাকায় মসজিদ সংলগ্ন নির্মাণ উচ্ছেদ করতে গিয়ে মাঝরাতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে শুরু হওয়া এই অশান্তিতে গুরুতর আহত হয়েছেন অন্তত পাঁচজন পুলিশকর্মী। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশে মসজিদের পাশে অবৈধ নির্মাণ ভাঙতে গেলে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ শুরু করেন। অভিযোগ, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে এবং পরে র্যাপিড অ্যাকশন ফোর্স (র্যাফ) মোতায়েন করা হয়।
কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে পুলিশ। তবে কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ। এলাকায় এখনও কড়া নিরাপত্তা বজায় রাখা হয়েছে এবং পরিস্থিতির উপর নজরদারি চলছে।
শতাব্দী প্রাচীন এই মসজিদটির কোন কাগজ নেই এবং অবৈধভাবে তৈরি হয়েছে বলে প্রশাসনের অভিযোগ।





























