পুতিনকে গ্রেফতারের দাবি

- আপডেট : ৪ এপ্রিল ২০২২, সোমবার
- / 7
পুবের কলম প্রতিবেদক : এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেফতারের দাবি জানালেন আন্তর্জাতিক আদালতের প্রাক্তন প্রধান প্রসিকিউটর কারলা ডেল পন্টে । ডেল বলেন, ভ্লাদিমির পুতিন একজন যুদ্ধাপরাধী। পুতিনকে গ্রেফতার করতে তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া উচিত। পুতিনের বিরুদ্ধে ঘরে-বাইরে ক্রমশই ক্ষোভ বাড়ছে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর দেশে পুতিন বিরোধী বিক্ষোভ ক্রমশই বাড়ছে। পাশাপাশি আন্তর্জাতিক দুনিয়াতেও একঘরে হয়ে পড়েছেন রুশ প্রেসিডেন্ট। শনিবার ইউক্রেনদাবি করেছে, দেশের উত্তরাংশ থেকে রুশ সেনা দ্রুত পশ্চাদপসরণ করছে। রাজধানী কিয়েভ-সহ বিভিন্ন শহর থেকেই পিছু হটতে বাধ্য হয়েছে পুতিন বাহিনী। এদিন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ধ্বংস হয়ে যাওয়া মারিউপোল শহর থেকে তাঁরা চার হাজারেরও বেশি মানুষকে সরিয়ে এনেছেন। তবে এখনও বহু মানুষ আটকে আছেন। দক্ষিণ ইউক্রেনের বন্দর শহর মাইকোলিয়েভে ক্ষেপণাস্ত্র হানায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫।