ফিলিস্তিনের সংহতিতে শহরে বিক্ষোভ
- আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার
- / 358
পুবের কলম প্রতিবেদক : ফিলিস্তিনে লাগাতার বোমা-গুলির আঘাতে শহিদ হচ্ছে নারী-পুরুষ। যায়নবাদী রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে বিশ্বজুড়ে সচেতন মানুষ সরব হচ্ছেন। সেই তালিকায় শহর কলকাতাও। শনিবার ধর্মতলায় দেখা গেল প্রতিবাদ কর্মসূচি।
এ দিন বিকালে ধর্মতলার ওয়াই চ্যানেলে ‘ইন্ডিয়ান পিপল ইন সলিডারিটি উইথ প্যালেস্টাইন’-এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। অভিযোগ করা হয়, আমেরিকার মদদে যায়নবাদী রাষ্ট্র ইসরাইল ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে। শান্তি ফেরাতে সবাইকে সোচ্চার হতে হবে এবং অন্যায় বন্ধ হওয়া দরকার বলেও উল্লেখ করেন আন্দোলনকারীরা।

অন্যদিকে মিডলটন স্ট্রিটে আর্থ-কেয়ার বুকস্টোর অ্যান্ড ফ্রেন্ডস-এর উদ্যোগে গানে গানে গাজাবাদীর প্রতি সংহতি প্রকাশ করা হয়। ভারত মানসাতা ও ভিনিতা মানসাতার উদ্যোগে বেশকিছু মানুষ সমবেত হন। ছিলেন আইনজীবী ও সমাজকর্মী অনির্বাণ ব্যানার্জি।
সম্প্রতি ফিলিস্তিনের সংহতিতে কবিতা শীর্ষক বিষয়ে একটি কর্মসূচি হয়েছিল। হিন্দু-মুসলিম-খ্রিস্টান মিলিয়ে বিভিন্ন ভাষা-ধর্মের মানুষ মানবতার কথা তুলে ধরেন এবং যুদ্ধ-বিরোধী আন্দোলনে শপথ নেন। এ দিনও সেইভাবে ইসরাইলকে গণহত্যা বন্ধের আহ্বান জানানো হয়।














































