০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শ্বশুরের আসন ধরে রাখতে মরিয়া পুত্রবধূ, প্রয়াত মূলায়মের শূন্য আসনে মইনপুরী থেকে সমাজবাদী পার্টির টিকিটে লড়বেন অখিলেশের স্ত্রী  

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 74

পুবের কলম, ওয়েবডেস্ক: শিয়রে নির্বাচন। তার জন্য জোর কদমে লড়াইয়ের ময়দানে রাজনৈতিক দলগুলি। আসন্ন উপনির্বাচনের উত্তরপ্রদেশের মইনপুরী থেকে সমাজবাদী প্রয়াত মুলায়ম যাদবের পুত্রবধূ ডিম্পল যাদবের নাম ঘোষণা করা হয়েছে। এই আসনটি দলের সুপ্রিমো মুলায়ম সিং যাদবের মৃত্যুর পরে শূন্য ছিল। এই আসনে উপনির্বাচন  হবে ৫ ডিসেম্বর।

সমাজবাদী পার্টি তার অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে  জানিয়েছে,  ‘দল ডিম্পল যাদবকে মইনপুরী উপনির্বাচনের দলের প্রার্থী হিসাবে ঘোষণা করেছে’।

আরও পড়ুন: প্রায় দুই বছর পর জেল থেকে মুক্তি পেলেন সমাজবাদী পার্টির নেতা আজম খান

ডিম্পলকে টিকিট দেওয়ার কারণ ছিল অখিলেশ যাদব প্রায়  পাঁচ বছর আগে স্পষ্ট জানিয়েছিলেন যে তাঁর স্ত্রী আর নির্বাচনে লড়বেন না।  অখিলেশ নিজেই এটাকে ডিম্পল যাদবের সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন। ডিম্পল দুইবার সাংসদও হয়েছেন। তিনি কনৌজ থেকে উপনির্বাচনে এবং তারপরে ২০১৪ সালের  নির্বাচনে সাংসদ হয়েছিলেন। এরপর তিনি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি।

আরও পড়ুন: মুসলিম ও কাশ্মীরিদের টার্গেট করবেন না, আর্জি পহেলগাঁও কাণ্ডে শহিদ বিনয়ের স্ত্রীর

জল্পনা ছিল অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব ছাড়াও তেজ প্রতাপ  যাদব এবং ধর্মেন্দ্র যাদব মইনপুরী লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। অন্যদিকে শিবপাল যাদবও এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করছিলেন। একদিন আগেই অলোক শাক্যকে মইনপুরীর নতুন জেলা সভাপতি বানানো  হয় এসপির পক্ষ থেকে। বিজেপির তরফে জানা গিয়েছে প্রাক্তন প্রার্থী প্রেম সিং শাক্য,  প্রাক্তন সাংসদ রঘুরাজ সিং শাক্য,  ময়নাপুরী লোকসভা আসনের বিধায়ক মমতেশ শাক্য এই আসনে প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে রয়েছেন। তবে এবারও এই আসনে বড় মুখ লড়ানোর কথা ভাবছে সংগঠন। এই প্রসঙ্গে সরকারে পর্যটনমন্ত্রী জয়বীর সিং এবং এসপি প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের ছোট পুত্রবধূ অপর্ণা যাদবের নাম আলোচনায় রয়েছে।

আরও পড়ুন: আজমির শরীফে স্বাগত জানানো হল গৌতম আদানি ও তাঁর স্ত্রীকে

উল্লেখ্য, গত ১০ অক্টোবর এসপি নেতা, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব ৮২  বছর গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে প্রয়াত হন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শ্বশুরের আসন ধরে রাখতে মরিয়া পুত্রবধূ, প্রয়াত মূলায়মের শূন্য আসনে মইনপুরী থেকে সমাজবাদী পার্টির টিকিটে লড়বেন অখিলেশের স্ত্রী  

আপডেট : ১০ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: শিয়রে নির্বাচন। তার জন্য জোর কদমে লড়াইয়ের ময়দানে রাজনৈতিক দলগুলি। আসন্ন উপনির্বাচনের উত্তরপ্রদেশের মইনপুরী থেকে সমাজবাদী প্রয়াত মুলায়ম যাদবের পুত্রবধূ ডিম্পল যাদবের নাম ঘোষণা করা হয়েছে। এই আসনটি দলের সুপ্রিমো মুলায়ম সিং যাদবের মৃত্যুর পরে শূন্য ছিল। এই আসনে উপনির্বাচন  হবে ৫ ডিসেম্বর।

সমাজবাদী পার্টি তার অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে  জানিয়েছে,  ‘দল ডিম্পল যাদবকে মইনপুরী উপনির্বাচনের দলের প্রার্থী হিসাবে ঘোষণা করেছে’।

আরও পড়ুন: প্রায় দুই বছর পর জেল থেকে মুক্তি পেলেন সমাজবাদী পার্টির নেতা আজম খান

ডিম্পলকে টিকিট দেওয়ার কারণ ছিল অখিলেশ যাদব প্রায়  পাঁচ বছর আগে স্পষ্ট জানিয়েছিলেন যে তাঁর স্ত্রী আর নির্বাচনে লড়বেন না।  অখিলেশ নিজেই এটাকে ডিম্পল যাদবের সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন। ডিম্পল দুইবার সাংসদও হয়েছেন। তিনি কনৌজ থেকে উপনির্বাচনে এবং তারপরে ২০১৪ সালের  নির্বাচনে সাংসদ হয়েছিলেন। এরপর তিনি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি।

আরও পড়ুন: মুসলিম ও কাশ্মীরিদের টার্গেট করবেন না, আর্জি পহেলগাঁও কাণ্ডে শহিদ বিনয়ের স্ত্রীর

জল্পনা ছিল অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব ছাড়াও তেজ প্রতাপ  যাদব এবং ধর্মেন্দ্র যাদব মইনপুরী লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। অন্যদিকে শিবপাল যাদবও এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করছিলেন। একদিন আগেই অলোক শাক্যকে মইনপুরীর নতুন জেলা সভাপতি বানানো  হয় এসপির পক্ষ থেকে। বিজেপির তরফে জানা গিয়েছে প্রাক্তন প্রার্থী প্রেম সিং শাক্য,  প্রাক্তন সাংসদ রঘুরাজ সিং শাক্য,  ময়নাপুরী লোকসভা আসনের বিধায়ক মমতেশ শাক্য এই আসনে প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে রয়েছেন। তবে এবারও এই আসনে বড় মুখ লড়ানোর কথা ভাবছে সংগঠন। এই প্রসঙ্গে সরকারে পর্যটনমন্ত্রী জয়বীর সিং এবং এসপি প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের ছোট পুত্রবধূ অপর্ণা যাদবের নাম আলোচনায় রয়েছে।

আরও পড়ুন: আজমির শরীফে স্বাগত জানানো হল গৌতম আদানি ও তাঁর স্ত্রীকে

উল্লেখ্য, গত ১০ অক্টোবর এসপি নেতা, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব ৮২  বছর গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে প্রয়াত হন।