২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

হুথিদের থামাতে এবার চিনের কাছে ধরনা দিচ্ছে মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র

শফিকুল ইসলাম
  • আপডেট : ২৪ জানুয়ারী ২০২৪, বুধবার
  • / 11

পুবের কলম ওয়েব ডেস্ক:

লোহিত সাগরে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের হামলা থামাতে অপরাগ হয়ে ইরানকে রাজি করাতে এবার চিনের দ্বারস্থ হল মার্কিন যুক্তরাষ্ট্র। মূলত হুথিদের হামলা বন্ধে ইরানকে রাজি করাতেই চিনের কাছে ধরনা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, গাজা যুদ্ধের প্রতিবাদে লোহিত সাগরে ইরানের সমর্থনেই ইসরাইল সংশ্লিষ্ট সব জাহাজকে লক্ষ্যবস্তু করছেন হুথি বিদ্রোহীরা। এর জেরে ইয়েমেনে গোষ্ঠীটির অবস্থানগুলোতে দফায় দফায় হামলা চালিয়েও তাদের রুখতে ব্যর্থ হয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তা স্বীকারও করেছেন।

এ পরিস্থিতিতে হুথিদের হামলা বন্ধে ইরানের প্রতি আহ্বান জানাতে চিনের দ্বারস্থ হয়েছে  মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এ কাজে বেইজিংয়ের কাছ থেকে খুব বেশি সাড়া পায়নি ওয়াশিংটন।

সংবাদ সংস্থা সূত্রে বলা হয়েছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলাকারী হুথি বিদ্রোহীদের লাগাম টেনে ধরতে তেহরানের প্রতি আহ্বান জানাতে চিনকে অনুরোধ করেছে  মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু এ কাজে বেইজিংয়ের কাছ থেকে সাহায্যের সামান্য লক্ষণই দেখতে পাওয়া গেছে।

ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন মাসে চিনের শীর্ষ কর্মকর্তাদের কাছে বারবার হুথিদের হামলা এবং এ বিষয়ে ইরানকে আহ্বান জানানোর বিষয়টি উত্থাপন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হুথিদের থামাতে এবার চিনের কাছে ধরনা দিচ্ছে মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র

আপডেট : ২৪ জানুয়ারী ২০২৪, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্ক:

লোহিত সাগরে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের হামলা থামাতে অপরাগ হয়ে ইরানকে রাজি করাতে এবার চিনের দ্বারস্থ হল মার্কিন যুক্তরাষ্ট্র। মূলত হুথিদের হামলা বন্ধে ইরানকে রাজি করাতেই চিনের কাছে ধরনা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, গাজা যুদ্ধের প্রতিবাদে লোহিত সাগরে ইরানের সমর্থনেই ইসরাইল সংশ্লিষ্ট সব জাহাজকে লক্ষ্যবস্তু করছেন হুথি বিদ্রোহীরা। এর জেরে ইয়েমেনে গোষ্ঠীটির অবস্থানগুলোতে দফায় দফায় হামলা চালিয়েও তাদের রুখতে ব্যর্থ হয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তা স্বীকারও করেছেন।

এ পরিস্থিতিতে হুথিদের হামলা বন্ধে ইরানের প্রতি আহ্বান জানাতে চিনের দ্বারস্থ হয়েছে  মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এ কাজে বেইজিংয়ের কাছ থেকে খুব বেশি সাড়া পায়নি ওয়াশিংটন।

সংবাদ সংস্থা সূত্রে বলা হয়েছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলাকারী হুথি বিদ্রোহীদের লাগাম টেনে ধরতে তেহরানের প্রতি আহ্বান জানাতে চিনকে অনুরোধ করেছে  মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু এ কাজে বেইজিংয়ের কাছ থেকে সাহায্যের সামান্য লক্ষণই দেখতে পাওয়া গেছে।

ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন মাসে চিনের শীর্ষ কর্মকর্তাদের কাছে বারবার হুথিদের হামলা এবং এ বিষয়ে ইরানকে আহ্বান জানানোর বিষয়টি উত্থাপন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।