বিধ্বংসী আগুনে পুড়ে ছাই বাইপাসের ধারে প্লাস্টিক গোডাউন
- আপডেট : ৩০ জুলাই ২০২৫, বুধবার
- / 135
পুবের কলম ওয়েবডেস্ক : কলকাতায় আবারও অগ্নিকাণ্ড। বুধবার দুপুর ৩টে নাগাদ বাইপাশের ধারে একটি প্লাস্টিক গোডাউন -এ ভয়াবহ আগুন লাগে। গুদামের ভেতরে আগুনের তীব্রতা ছিল অনেক বেশি। তাই গুদামের পাশাপাশি, নিকটবর্তী এলাকায়ও ওই আগুন ছড়িয়ে পড়ে।
ফলে এলাকাজুড়ে একপ্রকার আতঙ্কের সৃষ্টি হয়েছে। একাধিক ঝুপড়িও পুড়ে ছাই হয়ে গিয়েছে।প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে এগিয়ে আসে স্থানীয় বাসিন্দারা । তারপর দমকলের একাধিক ইঞ্জিন আসে ঘটনাস্থলে এবং আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করে।
তবে এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি এই ঘটনায়। স্থানীয় বাসিন্দা সূত্রে খবর ইলেক্ট্রিক মিটার থেকেই আগুন লাগে, আর তাছাড়া গুদামের ভেতরে অনেক দাহ্য পদার্থও মজুত ছিল। হঠাৎ করেই আগুন লাগায় স্থানীয় বাসিন্দারা গৃহহীন হয়ে পড়েছে। চারিদিকে শুধু কান্না আর হাহাকার -এর শব্দ।
এলাকাবাসী জানিয়েছে বিস্ফোরণের মত শব্দ শোনা যায় আর তারপরেই আগুনের লেলিহান শিখা দেখা যায়। স্থানীয় বাসিন্দারা আরও অভিযোগ জানান যে, দমকলে খবর দেওয়া হলেও সময়মত আসেনি দমকল বাহিনী। সময়মত এলে এতটা ক্ষয়ক্ষতি হত না বলে তাদের দাবি।
আগুন দ্রুত নেভানো না গেলে আরও বেশি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আর তাতেই ভয়ে ধুঁকছে এলাকাবাসী। দমকলের ১৫টি ইঞ্জিনের প্রায় দু-ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এসেছে। আগুনের তীব্রতা আপাতত কমে এসেছে। বিগত কয়েকমাস ধরে কলকাতাতে অগ্নিকাণ্ড ঘটেই চলেছে।
আশেপাশের এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং স্থানীয়দের নিরাপদ দুরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত পরিস্থিতির ওপরে নজর রাখছে প্রশাসন।
































