০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে বোম মারার হুমকি ফোন, আতঙ্কে পড়ুয়ারা

ইমামা খাতুন
  • আপডেট : ১১ জানুয়ারী ২০২৩, বুধবার
  • / 12

পুবের কলম ওয়েব ডেস্কঃ মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে বোমাতঙ্ক। বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ফোন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে। এই স্কুলে একাধিক হাইপ্রোফাইল ব্যক্তির সন্তানরা পড়াশোনা করেন। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দেওয়া হয়। যোগাযোগ করা হয় মুম্বাই পুলিশের সঙ্গে। দ্রুত খালি করা হয় স্কুল ক্যাম্পাসও। পরে স্কুল ক্যাম্পাস পরীক্ষা করেন বম্ব স্কোয়াডের সদস্যরা। স্কুলে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি বলেই খবর।

 

সংবাদ মাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ স্কুলের ল্যান্ড লাইন ফোনে অজানা নম্বর থেকে একটি ফোন আসে। স্কুলের অভিযোগের উপর ভিত্তি করে ইতিমধ্যেই অজানা ফোনকর্তার উদ্দেশ্যে ৫০৫ (১) বি ধারায় এবং ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি মুম্বাই পুলিশ জানিয়েছে কলারকে শনাক্ত করা গিয়েছে এবং তাঁকে খুব শীঘ্রই গ্রেফতার করা হবে। প্রসঙ্গত, গত বছর অক্টোবরেও এভাবেই রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে অজানা ব্যক্তি ফোন করে বোমা মারার হুঁশিয়ারি দেয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে বোম মারার হুমকি ফোন, আতঙ্কে পড়ুয়ারা

আপডেট : ১১ জানুয়ারী ২০২৩, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে বোমাতঙ্ক। বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ফোন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে। এই স্কুলে একাধিক হাইপ্রোফাইল ব্যক্তির সন্তানরা পড়াশোনা করেন। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দেওয়া হয়। যোগাযোগ করা হয় মুম্বাই পুলিশের সঙ্গে। দ্রুত খালি করা হয় স্কুল ক্যাম্পাসও। পরে স্কুল ক্যাম্পাস পরীক্ষা করেন বম্ব স্কোয়াডের সদস্যরা। স্কুলে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি বলেই খবর।

 

সংবাদ মাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ স্কুলের ল্যান্ড লাইন ফোনে অজানা নম্বর থেকে একটি ফোন আসে। স্কুলের অভিযোগের উপর ভিত্তি করে ইতিমধ্যেই অজানা ফোনকর্তার উদ্দেশ্যে ৫০৫ (১) বি ধারায় এবং ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি মুম্বাই পুলিশ জানিয়েছে কলারকে শনাক্ত করা গিয়েছে এবং তাঁকে খুব শীঘ্রই গ্রেফতার করা হবে। প্রসঙ্গত, গত বছর অক্টোবরেও এভাবেই রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে অজানা ব্যক্তি ফোন করে বোমা মারার হুঁশিয়ারি দেয়।