১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টেনিস দেখতে মার্কিন মুলুকে ধোনি-কপিল

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, শনিবার
  • / 24

 

 

পুবের কলম প্রতিবেদক: একদিকে যখন দুবাইয়ে এশিয়া কাপের আসর বসেছে। বিরাট কোহলি সেঞ্চুরি করছেন, তখন তাঁর ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট ছেড়ে টেনিসে মগ্ন। চলে গিয়েছেন মার্কিন মুলুকে। যুক্তরাষ্ট্র ওপেন দেখতে। ধোনি চিরকালই টেনিসের প্রতি একটু আগ্রহ দেখিয়েছেন। কিছুদিন আগে ইংল্যান্ডেও উইম্বলডন দেখতে গিয়েছিলেন ধোনি। এবার যুক্তরাষ্ট্রের আর্থার অ্যাশ স্টেডিয়ামে ধোনিকে দেখা গেল কোয়ার্টার ফাইনালে কার্লোস আলাকারাজ ও ইয়ানিক সিনারের ম্যাচ দেখতে। শুধু ধোনি নয়, ছিলেন ৮৩’র বিশ্বজয়ী ক্যাপ্টেন কপিল দেবও। দুই বিশ্বজয়ী ভারতীয় ক্যাপ্টেনকে পেয়ে আনন্দে  আত্মহারা স্টেডিয়ামে উপস্থিত ভারতীয় সমর্থকরা। ম্যাচটি চলে ৫ ঘণ্টা ১৫ মিনিট। পুরো সময়টাই স্টেডিয়ামে ছিলেন ধোনি ও কপিল। জায়ান্ট স্ক্রিনে নিজের ছবি দেখতে পেয়ে ধোনি হাতও নাড়লেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টেনিস দেখতে মার্কিন মুলুকে ধোনি-কপিল

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, শনিবার

 

 

পুবের কলম প্রতিবেদক: একদিকে যখন দুবাইয়ে এশিয়া কাপের আসর বসেছে। বিরাট কোহলি সেঞ্চুরি করছেন, তখন তাঁর ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট ছেড়ে টেনিসে মগ্ন। চলে গিয়েছেন মার্কিন মুলুকে। যুক্তরাষ্ট্র ওপেন দেখতে। ধোনি চিরকালই টেনিসের প্রতি একটু আগ্রহ দেখিয়েছেন। কিছুদিন আগে ইংল্যান্ডেও উইম্বলডন দেখতে গিয়েছিলেন ধোনি। এবার যুক্তরাষ্ট্রের আর্থার অ্যাশ স্টেডিয়ামে ধোনিকে দেখা গেল কোয়ার্টার ফাইনালে কার্লোস আলাকারাজ ও ইয়ানিক সিনারের ম্যাচ দেখতে। শুধু ধোনি নয়, ছিলেন ৮৩’র বিশ্বজয়ী ক্যাপ্টেন কপিল দেবও। দুই বিশ্বজয়ী ভারতীয় ক্যাপ্টেনকে পেয়ে আনন্দে  আত্মহারা স্টেডিয়ামে উপস্থিত ভারতীয় সমর্থকরা। ম্যাচটি চলে ৫ ঘণ্টা ১৫ মিনিট। পুরো সময়টাই স্টেডিয়ামে ছিলেন ধোনি ও কপিল। জায়ান্ট স্ক্রিনে নিজের ছবি দেখতে পেয়ে ধোনি হাতও নাড়লেন।