১৩ অগাস্ট ২০২৫, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আইপিলে চেন্নাইয়ের নেতৃত্ব ছাড়লেন ধোনি, ব্যাটন গেল জাদেজার হাতে

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৪ মার্চ ২০২২, বৃহস্পতিবার
  • / 78

পুবের কলম ওয়েবডেস্কঃ চেন্নাই সুপারকিংসের অধিনায়ত্ব ছাড়লেন মহেন্দ্র সিং ধোনি। ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে পঞ্চদশ আইপিএল। প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স।

 

আরও পড়ুন: IPL 2024-25: ব্যর্থ মরশুমের পর KKR-এ বড় পরিবর্তন, কোচের পদ ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত

মাহির জায়গায় অধিনায়কত্ব করবেন রবীন্দ্র জাদেজা। ধোনি ক্যাপ্টেন্সি ছাড়লেও আইপিএলে খেলবেন। ২০১২ সাল থেকে জাদেজা সিএসকের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে চেন্নাই দলে রয়েছেন । এবার ক্যপ্টেন্সির ব্যাটন তাঁর কাঁধে।

আরও পড়ুন: আইপিএল জয়ের পর চ্যাম্পিয়ন দলের উদযাপনে নির্দেশিকা তৈরি করছে বোর্ড

গত আইপিলের পর থেকেই ধোনির বয়স নিয়ে প্রশ্ন উঠছিল। ৪০বছর বয়সী ধোনি চেয়েছিলেন ঘরের মাঠেই নিজের দর্শকদের সামনে আইপিএল কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে।

আরও পড়ুন: শাপমোচন, প্রথমবার আইপিএল ট্রফি জয় বিরাট ও আরসিবির

গত তিনটে আইপিএলে ব্যাটার ধোনিকে নিয়ে বার বার প্রশ্ন উঠেছে। বয়স বাড়লে যে রিফ্লেক্স কমে, ধোনির থেকে ভালো কে জানেন। চেন্নাই সুপার কিংসকে ফ্র্যাঞ্চাইজি লিগে অন্যতম সেরার আসনে বসানোর কাজটা সেই ২০০৮ সাল থেকে করছেন ধোনি। ক্রিকেট ছাড়ার পরও টিম ম্যানেজমেন্টে যে তিনি থাকবেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। আর তাই ধোনি চান, হলুদ জার্সির পরবর্তী প্রজন্ম তৈরি করে দিয়ে যেতে। তাই ধোনির উপস্থিতিতেই এবার রবীন্দ্র জাদেজাকে দেখে নিতে চান সিএসকে টিম ম্যানেজমেন্ট।

গত বছর আইপিএলের পর, চারজন প্লেয়ারকে রিটেইন করেছিল সিএসকে। ১৪ কোটি টাকায় জাডেজাকে ধরে রাখা হয়। ১২ কোটিতে নিজের বেতন নামিয়েছিলেন  ধোনি। যেহেতু জাদেজার দর ধোনির থেকে বেশি তাই ক্যাপ্টেন্সির ব্যাটন যে জাদেজার হাতে শেষ পর্যন্ত যেতে পারে এমন একটা ধারণা ছিল ক্রিকেট বিশেষজ্ঞদের। গাভাসকারের মত কিংবদন্তীও সিএসকের নেতা হিসেবে জাদেজাকেই এগিয়ে রেখেছিলেন।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আইপিলে চেন্নাইয়ের নেতৃত্ব ছাড়লেন ধোনি, ব্যাটন গেল জাদেজার হাতে

আপডেট : ২৪ মার্চ ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ চেন্নাই সুপারকিংসের অধিনায়ত্ব ছাড়লেন মহেন্দ্র সিং ধোনি। ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে পঞ্চদশ আইপিএল। প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স।

 

আরও পড়ুন: IPL 2024-25: ব্যর্থ মরশুমের পর KKR-এ বড় পরিবর্তন, কোচের পদ ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত

মাহির জায়গায় অধিনায়কত্ব করবেন রবীন্দ্র জাদেজা। ধোনি ক্যাপ্টেন্সি ছাড়লেও আইপিএলে খেলবেন। ২০১২ সাল থেকে জাদেজা সিএসকের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে চেন্নাই দলে রয়েছেন । এবার ক্যপ্টেন্সির ব্যাটন তাঁর কাঁধে।

আরও পড়ুন: আইপিএল জয়ের পর চ্যাম্পিয়ন দলের উদযাপনে নির্দেশিকা তৈরি করছে বোর্ড

গত আইপিলের পর থেকেই ধোনির বয়স নিয়ে প্রশ্ন উঠছিল। ৪০বছর বয়সী ধোনি চেয়েছিলেন ঘরের মাঠেই নিজের দর্শকদের সামনে আইপিএল কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে।

আরও পড়ুন: শাপমোচন, প্রথমবার আইপিএল ট্রফি জয় বিরাট ও আরসিবির

গত তিনটে আইপিএলে ব্যাটার ধোনিকে নিয়ে বার বার প্রশ্ন উঠেছে। বয়স বাড়লে যে রিফ্লেক্স কমে, ধোনির থেকে ভালো কে জানেন। চেন্নাই সুপার কিংসকে ফ্র্যাঞ্চাইজি লিগে অন্যতম সেরার আসনে বসানোর কাজটা সেই ২০০৮ সাল থেকে করছেন ধোনি। ক্রিকেট ছাড়ার পরও টিম ম্যানেজমেন্টে যে তিনি থাকবেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। আর তাই ধোনি চান, হলুদ জার্সির পরবর্তী প্রজন্ম তৈরি করে দিয়ে যেতে। তাই ধোনির উপস্থিতিতেই এবার রবীন্দ্র জাদেজাকে দেখে নিতে চান সিএসকে টিম ম্যানেজমেন্ট।

গত বছর আইপিএলের পর, চারজন প্লেয়ারকে রিটেইন করেছিল সিএসকে। ১৪ কোটি টাকায় জাডেজাকে ধরে রাখা হয়। ১২ কোটিতে নিজের বেতন নামিয়েছিলেন  ধোনি। যেহেতু জাদেজার দর ধোনির থেকে বেশি তাই ক্যাপ্টেন্সির ব্যাটন যে জাদেজার হাতে শেষ পর্যন্ত যেতে পারে এমন একটা ধারণা ছিল ক্রিকেট বিশেষজ্ঞদের। গাভাসকারের মত কিংবদন্তীও সিএসকের নেতা হিসেবে জাদেজাকেই এগিয়ে রেখেছিলেন।