৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সম্প্রচার বন্ধ করে দেওয়া হল আইপিএলে ধোনির বিজ্ঞাপনের,দেখুন ভাইরাল সেই ভিডিও

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৭ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার
  • / 56

 

পুবের কলম ওয়েবডেস্কঃ সদ্যই চলতি আইপিলে ছেড়েছেন নেতৃত্ব। মহেন্দ্র সিং ধোনির সময়টা যেন কিছুতেই ব্যাটে বলে ক্লিক করছেনা। এখনও পর্যন্ত তিনটে ম্যাচ খেলেও একটাতেও জয় পায়নি সিএসকে।এমত অবস্থায় ফের বিতর্কে জড়ালেন মাহি। তাঁর একটি বিজ্ঞাপন বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।ট্রাফিক বিধি ভঙ্গ করছে এই বিজ্ঞাপন, এমন অভিযোগ জানানো হয়েছে অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়ার (এএসসিআই) তরফ থেকে।

আরও পড়ুন: IPL প্রতি ৫ সেকেন্ডে বিজ্ঞাপনের দর ১১ লক্ষ টাকা

 

আরও পড়ুন: ICC Champions Trophy: সৌরভ ধোনির সঙ্গে একাসনে রোহিত

পঞ্চদশ আইপিএল শুরু হওয়ার আগে প্রস্তুত করা হয় একটা বিজ্ঞাপন। যেখানে দেখানো হচ্ছে একটি বাস চালাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। হটাৎ তিনি রাস্তার ধারে থামিয়ে দিলেন বাস। বাসের যাত্রীরা বিরক্ত। এরপর বাসটিকে পিছিয়ে নিজের পছন্দমত জায়গায় সাইডও করে দেন।

আরও পড়ুন: সিএসকে অনুশীলনে ধোনি ধামাকা

এহেন ঘটনায় রাস্তার অন্যান্য যানবাহনে থাকা মানুষও রেগে যান। তারপর দেখা যায় বাসের সিঁড়িতে বসে খেলার তারিফ করছেন ধোনি। সকলকে তিনি জিজ্ঞাসা করেন, “দেখতে পাচ্ছো সবাই?” সবাই খেলা দেখতে থাকে এবং মাহির কথায় সম্মতি জানান।

এরপর বিজ্ঞাপনে দেখা যাচ্ছে ছুটে আসছে ট্রাফিক পুলিশ।কেন বাস থামানো হয়েছে তার উত্তরে ধোনি বলেন “দেখতে পাচ্ছোনা সুপার ওভার চলছে।’’ এই কথা শুনে পুলিশ হাসিমুখে মাথা নেড়ে চলে যান। বিজ্ঞাপনটির শেষে বলা হয়েছে, “ইয়ে পাগলপন অব নর্মাল হ্যায়।” অর্থাৎ বলা হচ্ছে, আইপিএল চলাকালীন এই ধরনের পাগলামি হওয়া খুবই স্বাভাবিক বিষয়।

এই বিজ্ঞাপনের অর্থ আইপিএল দেখার জন্য যে কোন ধরনের নিয়ম কে ভাঙা যায়। অভিযোগ খতিয়ে দেখে এএসসিআই রায় দিয়েছে, ২০ এপ্রিলের মধ্যে এই বিজ্ঞাপন তুলে নিতে হবে) অথবা কিছু পরিবর্তন করার পরেই বিজ্ঞাপনটি আবার দেখানো যাবে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সম্প্রচার বন্ধ করে দেওয়া হল আইপিএলে ধোনির বিজ্ঞাপনের,দেখুন ভাইরাল সেই ভিডিও

আপডেট : ৭ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ সদ্যই চলতি আইপিলে ছেড়েছেন নেতৃত্ব। মহেন্দ্র সিং ধোনির সময়টা যেন কিছুতেই ব্যাটে বলে ক্লিক করছেনা। এখনও পর্যন্ত তিনটে ম্যাচ খেলেও একটাতেও জয় পায়নি সিএসকে।এমত অবস্থায় ফের বিতর্কে জড়ালেন মাহি। তাঁর একটি বিজ্ঞাপন বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।ট্রাফিক বিধি ভঙ্গ করছে এই বিজ্ঞাপন, এমন অভিযোগ জানানো হয়েছে অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়ার (এএসসিআই) তরফ থেকে।

আরও পড়ুন: IPL প্রতি ৫ সেকেন্ডে বিজ্ঞাপনের দর ১১ লক্ষ টাকা

 

আরও পড়ুন: ICC Champions Trophy: সৌরভ ধোনির সঙ্গে একাসনে রোহিত

পঞ্চদশ আইপিএল শুরু হওয়ার আগে প্রস্তুত করা হয় একটা বিজ্ঞাপন। যেখানে দেখানো হচ্ছে একটি বাস চালাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। হটাৎ তিনি রাস্তার ধারে থামিয়ে দিলেন বাস। বাসের যাত্রীরা বিরক্ত। এরপর বাসটিকে পিছিয়ে নিজের পছন্দমত জায়গায় সাইডও করে দেন।

আরও পড়ুন: সিএসকে অনুশীলনে ধোনি ধামাকা

এহেন ঘটনায় রাস্তার অন্যান্য যানবাহনে থাকা মানুষও রেগে যান। তারপর দেখা যায় বাসের সিঁড়িতে বসে খেলার তারিফ করছেন ধোনি। সকলকে তিনি জিজ্ঞাসা করেন, “দেখতে পাচ্ছো সবাই?” সবাই খেলা দেখতে থাকে এবং মাহির কথায় সম্মতি জানান।

এরপর বিজ্ঞাপনে দেখা যাচ্ছে ছুটে আসছে ট্রাফিক পুলিশ।কেন বাস থামানো হয়েছে তার উত্তরে ধোনি বলেন “দেখতে পাচ্ছোনা সুপার ওভার চলছে।’’ এই কথা শুনে পুলিশ হাসিমুখে মাথা নেড়ে চলে যান। বিজ্ঞাপনটির শেষে বলা হয়েছে, “ইয়ে পাগলপন অব নর্মাল হ্যায়।” অর্থাৎ বলা হচ্ছে, আইপিএল চলাকালীন এই ধরনের পাগলামি হওয়া খুবই স্বাভাবিক বিষয়।

এই বিজ্ঞাপনের অর্থ আইপিএল দেখার জন্য যে কোন ধরনের নিয়ম কে ভাঙা যায়। অভিযোগ খতিয়ে দেখে এএসসিআই রায় দিয়েছে, ২০ এপ্রিলের মধ্যে এই বিজ্ঞাপন তুলে নিতে হবে) অথবা কিছু পরিবর্তন করার পরেই বিজ্ঞাপনটি আবার দেখানো যাবে