স্বৈরাচারিতা বেশিদিন নয়, ক্ষমতায় আসছে ইন্ডিয়া জোট: শশী থারুর

- আপডেট : ৪ মে ২০২৪, শনিবার
- / 32
পুবের কলম, ওয়েবডেস্ক: দেশের গণতন্ত্রকে বাঁচাতে একজোট হয়ে ইন্ডিয়াকে ভোট দেওয়ার আহ্বান জানালেন কংগ্রেস নেতা শশী থারুর। তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র, একতা, দুর্নীতি এবং ওয়াশিং মেশিনের রাজনীতি রুখতে ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আনতেই হবে।’ একইসঙ্গে বিজেপির ওয়াশিং মেশিন রাজনীতির প্রসঙ্গও তুলে ধরলেন তিনি। কটাক্ষ করে থারুর বলেন, ‘যে কেউ বিজেপিতে যোগদান করলেই তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অদৃশ্য হয়ে যাচ্ছে।’
এজেন্সি দিয়ে বিরোধী দলকে ভয় দেখানোর নতুন রাজনীতি শুরু করেছে বিজেপি বলেও অভিযোগ কংগ্রেসের বিদায়ী সাংসদের। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘এই স্বৈরাচারীতা বেশিদিন নয়। এবারের লোকসভা ভোটের ফল ঘোষণার দিন বিজেপি বড় চমক পাবে। দু’দফার ভোটের হারে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোটই।’