বাংলাদেশ থেকে এসেছেন, ২০০২ সালের তালিকায় নাম নেই, SIR আতঙ্কে নদিয়ার তাহেরপুরে মৃত্যু শ্যামলকুমার সাহা
- আপডেট : ১০ নভেম্বর ২০২৫, সোমবার
- / 53
পুবের কলম, ওয়েবডেস্ক: নদিয়ার তাহেরপুরে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) ঘিরে ফের মৃত্যু। সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন এক প্রৌঢ়। পরিবারের দাবি, SIR নিয়ে আতঙ্কেই মৃত্যু হয়েছে তাঁর। মৃতের নাম শ্যামলকুমার সাহা (৫৬)। তিনি তাহেরপুর থানার কালীনারায়ণপুর অঞ্চলের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা এবং পাড়ায় ঘুরে কম্বল বিক্রি করতেন।
পরিবারের সদস্যদের জানানো মতে, প্রায় ৩০ বছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন শ্যামলবাবু। এখানেই পরিবার গড়ে তোলেন, দুই সন্তানকে রাজমিস্ত্রির কাজ শেখান। কিন্তু ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম না থাকায় সম্প্রতি ঘোষিত SIR নিয়ে আতঙ্কে ভুগছিলেন তিনি। এর জেরে মানসিক অবসাদেও আক্রান্ত হন।
শ্যামলের বৌমা ডলি সাহা জানান, “SIR নিয়ে বাবা খুব চিন্তায় ছিলেন। ২০০২ সালের তালিকায় নাম না থাকায় আত্মহত্যার কথাও বলতেন। দু’দিন আগে বিএলও ফর্ম দিয়ে যাওয়ার পর থেকেই তাঁর ভয় আরও বেড়ে যায়।”
পরিবারের দাবি, শ্যামলের কাছে ভোটার কার্ড, আধার, রেশন ও জব কার্ড সবই ছিল। তবু ২০০২ সালের তালিকায় নাম না থাকায় ভয়ে ভুগছিলেন তিনি। সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
রাজ্যে SIR ঘোষণার পর থেকে এমন একাধিক অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়ে যোগ্য ভোটারদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে, বিজেপির অভিযোগ—তৃণমূল অযথা SIR ইস্যুতে আতঙ্ক ছড়াচ্ছে।












































