১৯ জুলাই ২০২৫, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
মোদির সভায় থাকছেন না দিলীপ

‘বঙ্গ বিজেপি তাকে চায় না’ , সাফ জানালেন দিলীপ ঘোষ

ইমামা খাতুন
  • আপডেট : ১৮ জুলাই ২০২৫, শুক্রবার
  • / 46

পুবের কলম, ওয়েব ডেস্ক: আর কিছুক্ষণের মধ্যেই বাংলার মাটিতে পা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।  একগাদা কর্মসূচি নিয়ে বাংলায় তাঁর পদার্পণ। দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে আজ তাঁর জোড়া কর্মসূচি রয়েছে। এদিনের সভা থেকে ৫ হাজার কোটি টাকার বেশি প্রকল্পের সূচনা করবেন মোদি।

তবে মোদির সভায় থাকবেন কি আদি বিজেপি নেতা দিলীপ ঘোষ। চলছিল চর্চা। সব জল্পনার অবসান ঘটিয়ে এদিন দিলীপ ঘোষ জানান, “কর্মীরা ডেকেছিলেন। কিন্তু দল চায় না আমি সভায় থাকি।” এই বলেই শুক্রবার সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তিনি।

আরও পড়ুন: আজ বঙ্গ সফরে প্রধানমন্ত্রী

বঙ্গ বিজেপির মধ্যে আদি- নব্য দ্বন্দ্ব যে তুঙ্গে তা আরও একবার বুঝিয়ে দিলেন দিলীপ ঘোষ। এদিন সকাল সকাল দমদম বিমানবন্দরে দিলীপ ঘোষকে দেখা যায়। সেখানেই বিজেপি নেতা জানান, দলীয় কিছু কাজে দিল্লি যাচ্ছেন তিনি । তবে মোদির সভার দিন দিল্লিতে কি কাজ ? দিলীপের কথায়, “আমাকে কর্মীরা ডেকেছিলেন। তাই হ্যাঁ বলেছিলাম। তবে পার্টি ডাকেনি। হয়তো পার্টি চায় না আমি যাই। আমি গেলে হয়তো অস্বস্তি হবে। তাই আমি দুর্গাপুর যাচ্ছি না। দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি। পার্টিরই কাজ।”

আরও পড়ুন: ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো

 

আরও পড়ুন: ২৬-এর ভোটের আগে বাঙালি আবেগে জোর, বিজেপিকে তীব্র আক্রমণে মমতা-অভিষেক এক মঞ্চে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মোদির সভায় থাকছেন না দিলীপ

‘বঙ্গ বিজেপি তাকে চায় না’ , সাফ জানালেন দিলীপ ঘোষ

আপডেট : ১৮ জুলাই ২০২৫, শুক্রবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: আর কিছুক্ষণের মধ্যেই বাংলার মাটিতে পা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।  একগাদা কর্মসূচি নিয়ে বাংলায় তাঁর পদার্পণ। দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে আজ তাঁর জোড়া কর্মসূচি রয়েছে। এদিনের সভা থেকে ৫ হাজার কোটি টাকার বেশি প্রকল্পের সূচনা করবেন মোদি।

তবে মোদির সভায় থাকবেন কি আদি বিজেপি নেতা দিলীপ ঘোষ। চলছিল চর্চা। সব জল্পনার অবসান ঘটিয়ে এদিন দিলীপ ঘোষ জানান, “কর্মীরা ডেকেছিলেন। কিন্তু দল চায় না আমি সভায় থাকি।” এই বলেই শুক্রবার সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তিনি।

আরও পড়ুন: আজ বঙ্গ সফরে প্রধানমন্ত্রী

বঙ্গ বিজেপির মধ্যে আদি- নব্য দ্বন্দ্ব যে তুঙ্গে তা আরও একবার বুঝিয়ে দিলেন দিলীপ ঘোষ। এদিন সকাল সকাল দমদম বিমানবন্দরে দিলীপ ঘোষকে দেখা যায়। সেখানেই বিজেপি নেতা জানান, দলীয় কিছু কাজে দিল্লি যাচ্ছেন তিনি । তবে মোদির সভার দিন দিল্লিতে কি কাজ ? দিলীপের কথায়, “আমাকে কর্মীরা ডেকেছিলেন। তাই হ্যাঁ বলেছিলাম। তবে পার্টি ডাকেনি। হয়তো পার্টি চায় না আমি যাই। আমি গেলে হয়তো অস্বস্তি হবে। তাই আমি দুর্গাপুর যাচ্ছি না। দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি। পার্টিরই কাজ।”

আরও পড়ুন: ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো

 

আরও পড়ুন: ২৬-এর ভোটের আগে বাঙালি আবেগে জোর, বিজেপিকে তীব্র আক্রমণে মমতা-অভিষেক এক মঞ্চে