অমিতাভ বচ্চনের পা ছোঁয়ায় খলিস্তানি গোষ্ঠীর নিশানায় দিলজিৎ, কেন্দ্রীয় সংস্থার নজরে বিগ বি-র নিরাপত্তা
- আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 119
পুবের কলম, ওয়েবডেস্ক: বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে প্রণাম করায় খলিস্তানপন্থী জঙ্গি সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (SFJ)-এর রোষের মুখে গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝ। সংগঠনটি তাঁকে প্রকাশ্যে ‘ভাতে মারা’র হুমকি দিয়েছে। পরিস্থিতি ঘিরে উদ্বেগ বেড়েছে কেন্দ্রীয় গোয়েন্দা মহলে। তাদের আশঙ্কা, এবার অমিতাভ বচ্চনও খলিস্তানি গোষ্ঠীর টার্গেটে পড়তে পারেন।
সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন দিলজিৎ। সেখানে অমিতাভের পা ছুঁয়ে আশীর্বাদ নেন তিনি। এই দৃশ্যকেই অপমানজনক বলে দাবি করেছে SFJ। সংগঠনটির অভিযোগ, ১৯৮৪ সালের শিখ গণহত্যার সময় অমিতাভের মন্তব্য শিখদের বিরুদ্ধে হিংসা উস্কে দিয়েছিল। তাই তাঁর পা ছুঁয়ে প্রণাম করে দিলজিৎ নিহত শিখদের স্মৃতিকে অপমান করেছেন।
SFJ প্রধান হুঁশিয়ারি দিয়েছেন, পয়লা নভেম্বর দিলজিতের অস্ট্রেলিয়া কনসার্ট বন্ধ করতে হবে। এ ঘটনার পর কেন্দ্রীয় সংস্থাগুলি অমিতাভের নিরাপত্তা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে, কারণ তাঁর উপরও হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না তারা।





















