১৮ অক্টোবর ২০২৫, শনিবার, ৩১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নারী শক্তির কথা বলবে পরিচালক শুভেন্দু দাসের ছবি ‘ওমেন পাওয়ার’

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৩ অগাস্ট ২০২১, সোমবার
  • / 71

পুবের কলম, ওয়েবডেস্ক:  পরিচালক শুভেন্দু দাসের নতুন ছবি ‘ওমেন পাওয়ার’ এর আনুষ্ঠানিক ঘোষণা হল শনিবার ‘প্রেস ক্লাবে’। আজকের সমাজে নারী মর্যাদার কথায় উঠে আসবে ছবিতে। আনুষ্ঠানিক ঘোষণার সঙ্গে এদিন প্রকাশিত হল ছবির পোস্টার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির নায়ক সাহেব ভট্টাচার্য,  নায়িকা অলিভিয়া সরকার,  উপাসনা মৈত্র এবং ছবির প্রযোজক ইন্দোরে প্রবাসী রাজীব পাল। সাহেব ভট্টাচার্য জানালেন, ছবিতে অজয় এবং পূজা ডাক্তারি পড়তে পড়তে ভালোলাগা এবং ভালোবাসা এবং বিয়ে। বিয়ের পর থেকেই দুজনের মধ্যে সম্পর্কে অবনতি হতে থাকে।

তার পর কি?  সে কথাই বলবে ‘ওমেন পাওয়ার’। ছবিতে সাহেব ভট্টাচার্য,  অলিভিয়া সরকার ও উপাসনা মৈত্র ছাড়াও অভিনয়ে থাকবে স্নেহ বিশ্বাস ছাড়াও আরও অনেকে। অলিভিয়া জানালেন,  এই ছবিতে আমার চরিত্র সম্পর্কে এখন পর্যন্ত যতটা শুনেছি একদম অন্যরকম চরিত্র। আমি নিজে খুব উত্তেজিত এই ছবিতে অভিনয় নিয়ে। আশা করছি অভিনয় শুরু হলে আমার চরিত্র সম্পর্কে আরও ভালো করে বলতে পারব। পরিচালক জানালেন, রাজেশ শর্মা সহ একাধিক অভিনেতার সঙ্গে প্রাথমিক কথা হয়েছে এই ছবিতে অভিনয়ের ব্যাপারে। আগামী নভেম্বরে ছবির শুটিং শুরু হবে। শুটিং হওয়ার কথা আছে কলকাতা,  ইন্দোরে এবং কাশ্মীরে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নারী শক্তির কথা বলবে পরিচালক শুভেন্দু দাসের ছবি ‘ওমেন পাওয়ার’

আপডেট : ২৩ অগাস্ট ২০২১, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  পরিচালক শুভেন্দু দাসের নতুন ছবি ‘ওমেন পাওয়ার’ এর আনুষ্ঠানিক ঘোষণা হল শনিবার ‘প্রেস ক্লাবে’। আজকের সমাজে নারী মর্যাদার কথায় উঠে আসবে ছবিতে। আনুষ্ঠানিক ঘোষণার সঙ্গে এদিন প্রকাশিত হল ছবির পোস্টার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির নায়ক সাহেব ভট্টাচার্য,  নায়িকা অলিভিয়া সরকার,  উপাসনা মৈত্র এবং ছবির প্রযোজক ইন্দোরে প্রবাসী রাজীব পাল। সাহেব ভট্টাচার্য জানালেন, ছবিতে অজয় এবং পূজা ডাক্তারি পড়তে পড়তে ভালোলাগা এবং ভালোবাসা এবং বিয়ে। বিয়ের পর থেকেই দুজনের মধ্যে সম্পর্কে অবনতি হতে থাকে।

তার পর কি?  সে কথাই বলবে ‘ওমেন পাওয়ার’। ছবিতে সাহেব ভট্টাচার্য,  অলিভিয়া সরকার ও উপাসনা মৈত্র ছাড়াও অভিনয়ে থাকবে স্নেহ বিশ্বাস ছাড়াও আরও অনেকে। অলিভিয়া জানালেন,  এই ছবিতে আমার চরিত্র সম্পর্কে এখন পর্যন্ত যতটা শুনেছি একদম অন্যরকম চরিত্র। আমি নিজে খুব উত্তেজিত এই ছবিতে অভিনয় নিয়ে। আশা করছি অভিনয় শুরু হলে আমার চরিত্র সম্পর্কে আরও ভালো করে বলতে পারব। পরিচালক জানালেন, রাজেশ শর্মা সহ একাধিক অভিনেতার সঙ্গে প্রাথমিক কথা হয়েছে এই ছবিতে অভিনয়ের ব্যাপারে। আগামী নভেম্বরে ছবির শুটিং শুরু হবে। শুটিং হওয়ার কথা আছে কলকাতা,  ইন্দোরে এবং কাশ্মীরে।