দুয়ারে ‘বিপর্যয়’, বাতিল বহু ট্রেন, ৮ রাজ্যে জারি সতর্কতা

- আপডেট : ১৪ জুন ২০২৩, বুধবার
- / 16
পুবের কলম,ওয়েবডেস্ক: ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’।ইতিমধ্যেই দুর্যোগপূর্ণ আবহাওয়া গুজরাত ও সংলগ্ন রাজ্যে। বুধবার সকাল থেকে পোরবন্দরে ঝোড়ো ও ভারী বৃষ্টির জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। উপড়ে পড়েছে বহু গাছ। উত্তাল সমুদ্র। বন্ধ করা হয়েছে একাধিক বন্দর। ১৬ জুন পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৌসম ভবন সূত্রে খবর, ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর কারণে গুজরাত-সহ রাজস্থান, মধ্যপ্রদেশ, কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, গোয়া, লাক্ষাদ্বীপে ভারী বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। হাওয়া অফিস সতর্কবার্তায় আরও জানিয়েছে, অতিভারী বৃষ্টির কারণে কচ্ছ, দেবভূমি দ্বারকা, পোরবন্দর, জামনগর ও মোরবি জেলার নিচু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। ক্ষয়ক্ষতি এড়াতে ৩০ হাজারের বেশি স্থানীয় বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আগাম সতর্কতা হিসেবে ১৫ জুন পর্যন্ত ৯৫টি ট্রেন বাতিল করেছে রেল।