২৯ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে এখনও চলবে দুর্যোগ

মারুফা খাতুন
  • আপডেট : ২৮ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
  • / 76

পুবের কলম ওয়েবডেস্ক : কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির আগাম পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট এক নিম্নচাপে পরিণত হয়েছে। অন্যদিকে আবার বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত সৃষ্ট হয়েছে সেটিও ক্রমশ শক্তি বৃদ্ধি করে ওড়িশার দিকে এগিয়ে যাচ্ছে।

ফলত পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলবর্তী এলাকায় দুর্যোগের প্রবল সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া, ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে বওয়ার সম্ভাবনা বেশি। তাই মৎস্যজীবীদের আগামী শুক্রবার পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস।

আরও পড়ুন: আবারও নিম্নচাপ, ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ

হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত এই দুর্যোগ চল্র প্রবল সম্ভাবনা রয়েছে। তাই এই দিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই আগাম হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: SSC Scam Probe: কলকাতা-মুর্শিদাবাদ-বীরভূমে ইডির অভিযান

দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে আগামী বৃহস্পতিবার থেকে অতিভারী বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এমনকি দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আগামী শুক্রবারের জন্য আগাম ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: এখনও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে এখনও চলবে দুর্যোগ

আপডেট : ২৮ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক : কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির আগাম পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট এক নিম্নচাপে পরিণত হয়েছে। অন্যদিকে আবার বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত সৃষ্ট হয়েছে সেটিও ক্রমশ শক্তি বৃদ্ধি করে ওড়িশার দিকে এগিয়ে যাচ্ছে।

ফলত পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলবর্তী এলাকায় দুর্যোগের প্রবল সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া, ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে বওয়ার সম্ভাবনা বেশি। তাই মৎস্যজীবীদের আগামী শুক্রবার পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস।

আরও পড়ুন: আবারও নিম্নচাপ, ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ

হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত এই দুর্যোগ চল্র প্রবল সম্ভাবনা রয়েছে। তাই এই দিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই আগাম হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: SSC Scam Probe: কলকাতা-মুর্শিদাবাদ-বীরভূমে ইডির অভিযান

দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে আগামী বৃহস্পতিবার থেকে অতিভারী বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এমনকি দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আগামী শুক্রবারের জন্য আগাম ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: এখনও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে