২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভিসা বাতিল আদালতে, জকোভিচের জন্য বন্ধ অস্ট্রেলিয়ান ওপেনের দরজা

মাসুদ আলি
  • আপডেট : ১৬ জানুয়ারী ২০২২, রবিবার
  • / 43

লড়াইয়ে হেরে গেলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা (tennis superstar) নোভাক জকোভিচ(Novak Djokovic)। রবিবার অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্টের (federal court ) বিচারকরা টেনিস তারকা জোকোভিচের শেষ আবেদন প্রত্যাখ্যান করেছেন। ফলে, অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) খেলতে পারবেন না এই সার্বিয়ান (Serbian) তারকা।আপাতত, জকোভিচকে দেশে ফেরত পাঠানোর তোড়জোড় করছে ভিক্টোরিয়া সরকার।

মাত্র কয়েকদিন আগেই অস্ট্রেলিয়ান ওপেনের ড্র ঘোষণা করা হয়েছিল। তাতে প্রথম বাছাই হিসেবে বেছে নেওয়া হয়েছিল নোভাককে। প্রথম রাউন্ডে তার লড়াই হওয়ার কথা ছিল সার্বিয়ান সতীর্থের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্টের তরফে অজি সরকারের সিদ্ধান্তকেই সিলমোহর দেওয়া হয়েছে। টিকা না নেওয়া অবস্থায় কোন খেলোয়াড়কে অস্ট্রেলিয়ান ওপেন খেলার স্পেশাল অনুমতি দেওয়া যাবে না।

আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপে এক নম্বরে অস্ট্রেলিয়া, পাঁচে ভারত

গত দুই সপ্তাহ ধরে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় সরকার একটা বিষয় জোরালোভাবে তুলে ধরতে চাইছে আর সেটা হলো- কেউই নিয়মনীতির ঊর্ধ্বে নয়। এমনকি বিশ্বের এক নম্বর এই টেনিস খেলোয়াড়ও।

আরও পড়ুন: জনমানবহীন দ্বীপেও ১০ শতাংশ শুল্ক ট্রাম্পের!

জকোভিচের অস্ট্রেলিয়ায় পৌঁছানোর আগে প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন মেলবোর্নে পৌঁছানোর পর যদি দেখা যায় যে তার নথিপত্র ঠিক নেই তাহলে তাকে “পরের বিমানে তুলে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।”পরের দিন ৬ই জানুয়ারি যখন জকোভিচের ভিসা বাতিল করা হয় তখন প্রধানমন্ত্রী মরিসন আবারও বলেন, “নিয়ম তো নিয়মই।”

আরও পড়ুন: স্বস্তিকা চিহ্ন নিষিদ্ধ করছে অস্ট্রেলিয়া

গত মাসে কোভিডে আক্রান্ত হন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। পরে কোভিড মুক্ত হয়েই কোর্টে খেলতে নেমে পড়েন৷ অস্ট্রেলিয়ান ওপেন খেলতে চলতি সপ্তাহে সে দেশে যান৷ এদিকে কোভিডের জন্য অস্ট্রেলিয়াতে বাইরের দেশের নাগরিকদের জন্য নিয়মের অনেক কড়াকড়ি৷

অস্ট্রেলিয়ার নাগরিক না হলে সে দেশে ঢুকতে গেলে কোভিড টিকার সম্পূর্ণ ছাড়পত্র লাগছে। জকোভিচ এক মাস হল কোভিড সংক্রমণ থেকে সেরে উঠেছেন। ৬ জানুয়ারি, বৃহস্পতিবার মেলবোর্ন (Melbourne) বিমানবন্দরে নামার পর অভিবাসন দফতর জকোভিচকে আটক করে৷ তাঁর কাছে কোভিড টিকাকরণ সংক্রান্ত নথিপত্র ছিল না বলে অভিবাসন দফতর দাবি করে৷ জকোভিচের ভিসা বাতিল করে দেওয়া হয়৷ তাঁকে হোটেলে আটক করে রেখে দেওয়া হয়৷

টেনিস তারকার আইনজীবী পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করেন৷এরপরেই আদালতে চ্যলেঞ্জ করেন টেনিস তারকার আইনজীবী। সোমবারেই ওই মামলায় জয় পেয়েছিলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)৷

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভিসা বাতিল আদালতে, জকোভিচের জন্য বন্ধ অস্ট্রেলিয়ান ওপেনের দরজা

আপডেট : ১৬ জানুয়ারী ২০২২, রবিবার

লড়াইয়ে হেরে গেলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা (tennis superstar) নোভাক জকোভিচ(Novak Djokovic)। রবিবার অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্টের (federal court ) বিচারকরা টেনিস তারকা জোকোভিচের শেষ আবেদন প্রত্যাখ্যান করেছেন। ফলে, অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) খেলতে পারবেন না এই সার্বিয়ান (Serbian) তারকা।আপাতত, জকোভিচকে দেশে ফেরত পাঠানোর তোড়জোড় করছে ভিক্টোরিয়া সরকার।

মাত্র কয়েকদিন আগেই অস্ট্রেলিয়ান ওপেনের ড্র ঘোষণা করা হয়েছিল। তাতে প্রথম বাছাই হিসেবে বেছে নেওয়া হয়েছিল নোভাককে। প্রথম রাউন্ডে তার লড়াই হওয়ার কথা ছিল সার্বিয়ান সতীর্থের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্টের তরফে অজি সরকারের সিদ্ধান্তকেই সিলমোহর দেওয়া হয়েছে। টিকা না নেওয়া অবস্থায় কোন খেলোয়াড়কে অস্ট্রেলিয়ান ওপেন খেলার স্পেশাল অনুমতি দেওয়া যাবে না।

আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপে এক নম্বরে অস্ট্রেলিয়া, পাঁচে ভারত

গত দুই সপ্তাহ ধরে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় সরকার একটা বিষয় জোরালোভাবে তুলে ধরতে চাইছে আর সেটা হলো- কেউই নিয়মনীতির ঊর্ধ্বে নয়। এমনকি বিশ্বের এক নম্বর এই টেনিস খেলোয়াড়ও।

আরও পড়ুন: জনমানবহীন দ্বীপেও ১০ শতাংশ শুল্ক ট্রাম্পের!

জকোভিচের অস্ট্রেলিয়ায় পৌঁছানোর আগে প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন মেলবোর্নে পৌঁছানোর পর যদি দেখা যায় যে তার নথিপত্র ঠিক নেই তাহলে তাকে “পরের বিমানে তুলে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।”পরের দিন ৬ই জানুয়ারি যখন জকোভিচের ভিসা বাতিল করা হয় তখন প্রধানমন্ত্রী মরিসন আবারও বলেন, “নিয়ম তো নিয়মই।”

আরও পড়ুন: স্বস্তিকা চিহ্ন নিষিদ্ধ করছে অস্ট্রেলিয়া

গত মাসে কোভিডে আক্রান্ত হন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। পরে কোভিড মুক্ত হয়েই কোর্টে খেলতে নেমে পড়েন৷ অস্ট্রেলিয়ান ওপেন খেলতে চলতি সপ্তাহে সে দেশে যান৷ এদিকে কোভিডের জন্য অস্ট্রেলিয়াতে বাইরের দেশের নাগরিকদের জন্য নিয়মের অনেক কড়াকড়ি৷

অস্ট্রেলিয়ার নাগরিক না হলে সে দেশে ঢুকতে গেলে কোভিড টিকার সম্পূর্ণ ছাড়পত্র লাগছে। জকোভিচ এক মাস হল কোভিড সংক্রমণ থেকে সেরে উঠেছেন। ৬ জানুয়ারি, বৃহস্পতিবার মেলবোর্ন (Melbourne) বিমানবন্দরে নামার পর অভিবাসন দফতর জকোভিচকে আটক করে৷ তাঁর কাছে কোভিড টিকাকরণ সংক্রান্ত নথিপত্র ছিল না বলে অভিবাসন দফতর দাবি করে৷ জকোভিচের ভিসা বাতিল করে দেওয়া হয়৷ তাঁকে হোটেলে আটক করে রেখে দেওয়া হয়৷

টেনিস তারকার আইনজীবী পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করেন৷এরপরেই আদালতে চ্যলেঞ্জ করেন টেনিস তারকার আইনজীবী। সোমবারেই ওই মামলায় জয় পেয়েছিলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)৷