আইভি আদক, হাওড়া: মহালয়ার তর্পণের আগের দিন বেলুড়ের জগন্নাথ ঘাটে দেহ উদ্ধার। পাড়ে মিললো ডাক্তারের স্কুটি, আই কার্ড সহ ব্যাগ। উদ্ধার হয়েছে দু ‘জোড়া জুতো। কার দেহ , আর কেউ জলে ডুবে গেছেন কিনা, আত্মহত্যা না খুন তদন্তে পুলিশ। আই কার্ডের সূত্র মারফত চলছে খোঁজ। শনিবার সকালে বেলুড় জগন্নাথ ঘাটে গঙ্গায় উদ্ধার হয় একটি দেহ।
স্থানীয় বাসিন্দারা বেলুড় থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে দেখে দুই জোড়া চটি, দুই জোড়া জামা এবং ডাক্তার স্টিকার লাগানো একটি স্কুটি পড়ে রয়েছে। উদ্ধার হওয়া ব্যাগে ছিল মোবাইল ফোন। আইডেন্টিটি কার্ড এবং মানিব্যাগও উদ্ধার হয়েছে। আইডেন্টিটি কার্ডে নাম লেখা ডাঃ সৌরভ সাহা রায়।

আরেকজনের জুতো দেখে সন্দেহ তিনিও জলে ডুবে গেছেন কিনা বা পালিয়েছেন কিনা ? সেই নিয়েই ধন্দে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেলুড় জগন্নাথ ঘাটে। আত্মহত্যা না স্নান করতে গিয়ে ডুবে গেছেন না অন্য কিছু ঘটনা এখনও পর্যন্ত সে বিষয়ে জানা যায়নি।






























