প্রয়াত ডন সিনেমার পরিচালক চন্দ্র বারোট, ৮৬ তেই থেমে গেল জীবন প্রদীপ

- আপডেট : ২০ জুলাই ২০২৫, রবিবার
- / 42
মারুফা খাতুন: প্রয়াত ভারতীয় সিনেমার অন্যতম ধ্রুপদী ছবি ‘ডন’ এর পরিচালক চন্দ্র বারোট। ১৯৭৮ এর মাইলফলক ছবি ছিল ডন। বলিউডের এক চর্চিত সিনেমা হল ডন। এই ছবির সঙ্গে সিনেমা প্রেমীদের অগাধ ভালোবাসা ও আবেগ জড়িয়ে রয়েছে।
রবিবার মুম্বাই-এর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বিশিষ্ট পরিচালক। ৮৬ বছরের এই চলচিত্র পরিচালক গত ৭ বছর ধরে পালমোনারি ফাইব্রোসিসের রোগে ভুগছিলেন। বলা বাহুল্য, পালমোনারি ফাইব্রোসিস হল একটি ফুসফুস সংক্রান্ত রোগ। ফুসফুসের টিস্যুগুলি ক্ষতিগ্রস্ত হয় এবং দাগ পড়ে যায়। এর ফলে ফুসফুসের কার্যকারিতা কমে যায় এবং শ্বাস নিতে কষ্ট হতে পারে। একে “ফুসফুসের দাগ” হিসেবেও বর্ণনা করা হয়। পরিবারের তরফ থেকে পরিচালকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
ডনের ৩নং সিক্যুয়েল এর পরিচালক ফারহান আখতার পরিবারের প্রতি গভির সমবেদনা জানিয়ে সোশাল মিডিয়াতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এর আগে তিনি মনোজ কুম্রে সহকারী হিসেবেও কাজ করেছেন। তাঁর উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে নীল কো পাকড়ানা …… ইম্পসিবল, হংকং ওয়ালি স্ক্রিপ্ট ও বাংলা ছবি আশ্রিতা ইত্যাদি। এছাড়াও তিনি সহকারী পরিচালক হিসেবে ১৯৭০-এ পূরব অউর পশ্চিম, ইয়াদগার, ১৯৭২ সালে শোর এবং ১৯৭৪ সালে রোটি কাপড়া অউর মকান-এর মত ছবিতে কাজ করেছিলেন।