০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

৭৮ বার করোনা পজিটিভ একই ব্যক্তি!

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৯ ফেব্রুয়ারী ২০২২, শনিবার
  • / 54

পুবের কলম, ওয়েবডেস্কঃ বিশেষ কিছু প্রতিভা, দক্ষতা যা একজন সাধারণের থেকে অপর একজনকে আলাদা করে চিনিয়ে থাকে। তাকে আখ্যা দেওয়া হয় বিরল প্রতিভার মানুষ। কিন্তু এবার ৭৮ বার করোনা আক্রান্ত হয়ে নজির গড়লেন তুরস্কের এক ব্যক্তি।

একের বেশি দুবার করোনা আক্রান্ত হয়েছে বহু মানুষ। ভ্যাকসিন নিয়েও আক্রান্তের নজির আছে। তাই বলে ৭৮ বার করোনা আক্রান্ত! টানা ৭৮ বার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে তুরস্কের এক ব্যক্তির। নাম মুজাফ্ফর কায়াসন। এর আগেও ব্রাজিলে প্রায় তিনজন ব্যক্তি ৭১ দিন থেকে ২৩২ দিন পর্যন্ত কোভিড পজিটিভ হয়েছেন। একজন মানুষ এত বার কিভাবে করোনা আক্রান্ত হতে পারেন, তা নিয়ে ইতিমধ্যেই গবেষনা শুরু হয়েছে।

আরও পড়ুন: দাবানলে জ্বলছে তুরস্কের ইজমির, গ্রাম খালি, বিমানবন্দর বন্ধ

জানা গেছে, মুজাফ্ফর কায়াসন লিউকেমিয়ায় আক্রান্ত। ২০২০ সালের নভেম্বর মাসে  প্রথম করোনায় সংক্রমিত হন মুজাফ্ফর। হাসপাতালে চিকিৎসা করার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। সম্পূর্ণ সুস্থ হওয়ার অপেক্ষায় ইস্তাম্বুলের বাড়িতে নিভৃতবাসে থাকেন। কিন্তু তার পরেও একের পর এক করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসতে শুরু করে।

আরও পড়ুন: তুরস্কের ‘কান’ যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া, প্রথম আন্তর্জাতিক চুক্তি

সম্প্রতি সপ্তাহ দুই পর থেকে করোনা রোগীদের নিভৃতবাস থেকে মুক্তির কথা বলা হচ্ছে। কিন্তু মুজাফ্ফর যখন আক্রান্ত হন, তখন সে নিয়ম ছিল না। ইতিমধ্যেই দফায় দফায় ৯ মাস হাসপাতালে কাটিয়ে ফেলেছেন মুজাফ্ফর। পাঁচ মাস কাটিয়েছেন বাড়িতে। কোভিড রিপোর্ট করিয়েছেন মোট ৭৮ বার। আর প্রতিবারই আশ্চর্যজনকভাবে রিপোর্ট পজিটিভ এসেছে।

আরও পড়ুন: তুরস্ক বয়কট, মামলা গেল দিল্লি হাইকোর্টে

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৭৮ বার করোনা পজিটিভ একই ব্যক্তি!

আপডেট : ১৯ ফেব্রুয়ারী ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ বিশেষ কিছু প্রতিভা, দক্ষতা যা একজন সাধারণের থেকে অপর একজনকে আলাদা করে চিনিয়ে থাকে। তাকে আখ্যা দেওয়া হয় বিরল প্রতিভার মানুষ। কিন্তু এবার ৭৮ বার করোনা আক্রান্ত হয়ে নজির গড়লেন তুরস্কের এক ব্যক্তি।

একের বেশি দুবার করোনা আক্রান্ত হয়েছে বহু মানুষ। ভ্যাকসিন নিয়েও আক্রান্তের নজির আছে। তাই বলে ৭৮ বার করোনা আক্রান্ত! টানা ৭৮ বার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে তুরস্কের এক ব্যক্তির। নাম মুজাফ্ফর কায়াসন। এর আগেও ব্রাজিলে প্রায় তিনজন ব্যক্তি ৭১ দিন থেকে ২৩২ দিন পর্যন্ত কোভিড পজিটিভ হয়েছেন। একজন মানুষ এত বার কিভাবে করোনা আক্রান্ত হতে পারেন, তা নিয়ে ইতিমধ্যেই গবেষনা শুরু হয়েছে।

আরও পড়ুন: দাবানলে জ্বলছে তুরস্কের ইজমির, গ্রাম খালি, বিমানবন্দর বন্ধ

জানা গেছে, মুজাফ্ফর কায়াসন লিউকেমিয়ায় আক্রান্ত। ২০২০ সালের নভেম্বর মাসে  প্রথম করোনায় সংক্রমিত হন মুজাফ্ফর। হাসপাতালে চিকিৎসা করার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। সম্পূর্ণ সুস্থ হওয়ার অপেক্ষায় ইস্তাম্বুলের বাড়িতে নিভৃতবাসে থাকেন। কিন্তু তার পরেও একের পর এক করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসতে শুরু করে।

আরও পড়ুন: তুরস্কের ‘কান’ যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া, প্রথম আন্তর্জাতিক চুক্তি

সম্প্রতি সপ্তাহ দুই পর থেকে করোনা রোগীদের নিভৃতবাস থেকে মুক্তির কথা বলা হচ্ছে। কিন্তু মুজাফ্ফর যখন আক্রান্ত হন, তখন সে নিয়ম ছিল না। ইতিমধ্যেই দফায় দফায় ৯ মাস হাসপাতালে কাটিয়ে ফেলেছেন মুজাফ্ফর। পাঁচ মাস কাটিয়েছেন বাড়িতে। কোভিড রিপোর্ট করিয়েছেন মোট ৭৮ বার। আর প্রতিবারই আশ্চর্যজনকভাবে রিপোর্ট পজিটিভ এসেছে।

আরও পড়ুন: তুরস্ক বয়কট, মামলা গেল দিল্লি হাইকোর্টে