১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আতঙ্ক বাড়িয়ে তুলছে করোনা, দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ হাজার ছাড়িয়ে গেল

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৬ জুন ২০২২, বৃহস্পতিবার
  • / 84

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের করোনা সংক্রমণ আতঙ্ক বাড়িয়ে তুলছে। প্রথম ও দ্বিতীয় ঢেউতে দেশে আছড়ে পড়ে করোনা। এর পর মাঝখানে কয়েকদিন একটি স্থিতবস্থা দিলেও ফের আগ্রাসী রূপ ধারণ করে ওমিক্রনের রূপ নিয়ে চলে আসে করোনা। ২০২১ সালের পর থেকে জোর কদমে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। প্রথম ও দ্বিতীয় ডোজের পর ফের প্রিকওশন বা বুস্টার ডোজ চালু হয়েছে।

কিন্তু তার পরেও বাধ মানছে না করোনা। দেশে যেভাবে করোনার বাড়-বাড়ন্ত শুরু হয়েছে তাতে এবার করোনার চতুর্থ ঢেউয়ের শঙ্কা বাড়িয়ে তুলছে।

আরও পড়ুন: ফের বড়সড় দুর্ঘটনা: ভয়াবহ অগ্নিকাণ্ড গরিব রথ এক্সপ্রেসে, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের

বিশেষ করে মুম্বই, দিল্লি, কেরল মাথাচাড়া দিচ্ছে করোনা সংক্রমণ। নজরে রাখা হয়েছে বেঙ্গালুরুকে।

আরও পড়ুন: অপারেশন ডেভিল হান্ট: বাংলাদেশে গ্রেফতার ১৩০৮

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী,  গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২১৩ জন। যা চারমাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যা নির্দেশ করছে। এর মধ্যে শুধু মুম্বইয়েই আক্রান্তের সংখ্যা ২২০০-র বেশি। মহারাষ্ট্রেই আক্রান্ত ৪ হাজারের বেশি। ৫০৬টি জেলাকে নজরে রাখা হয়েছে। দিল্লিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১০০ জন।

আরও পড়ুন: পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির সতর্কতা

বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ৫৮, ২১৫। যা গতকালের থেকে ৪ হাজার ৫৭৮ জন বেশি। দেশে অ্যাকটিভ কেসের ০.১৩ শতাংশে পৌঁছে গিয়েছে। দৈনিক পজিটিভিটি রেট ২.৩৫ শতাংশের কাছাকাছি। রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১১ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৮০৩ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৬৭ হাজার ৭১২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন মাত্র ৭ হাজার ৬২৪ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৬৫ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯৫ কোটি ৬৭ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আতঙ্ক বাড়িয়ে তুলছে করোনা, দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ হাজার ছাড়িয়ে গেল

আপডেট : ১৬ জুন ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের করোনা সংক্রমণ আতঙ্ক বাড়িয়ে তুলছে। প্রথম ও দ্বিতীয় ঢেউতে দেশে আছড়ে পড়ে করোনা। এর পর মাঝখানে কয়েকদিন একটি স্থিতবস্থা দিলেও ফের আগ্রাসী রূপ ধারণ করে ওমিক্রনের রূপ নিয়ে চলে আসে করোনা। ২০২১ সালের পর থেকে জোর কদমে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। প্রথম ও দ্বিতীয় ডোজের পর ফের প্রিকওশন বা বুস্টার ডোজ চালু হয়েছে।

কিন্তু তার পরেও বাধ মানছে না করোনা। দেশে যেভাবে করোনার বাড়-বাড়ন্ত শুরু হয়েছে তাতে এবার করোনার চতুর্থ ঢেউয়ের শঙ্কা বাড়িয়ে তুলছে।

আরও পড়ুন: ফের বড়সড় দুর্ঘটনা: ভয়াবহ অগ্নিকাণ্ড গরিব রথ এক্সপ্রেসে, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের

বিশেষ করে মুম্বই, দিল্লি, কেরল মাথাচাড়া দিচ্ছে করোনা সংক্রমণ। নজরে রাখা হয়েছে বেঙ্গালুরুকে।

আরও পড়ুন: অপারেশন ডেভিল হান্ট: বাংলাদেশে গ্রেফতার ১৩০৮

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী,  গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২১৩ জন। যা চারমাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যা নির্দেশ করছে। এর মধ্যে শুধু মুম্বইয়েই আক্রান্তের সংখ্যা ২২০০-র বেশি। মহারাষ্ট্রেই আক্রান্ত ৪ হাজারের বেশি। ৫০৬টি জেলাকে নজরে রাখা হয়েছে। দিল্লিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১০০ জন।

আরও পড়ুন: পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির সতর্কতা

বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ৫৮, ২১৫। যা গতকালের থেকে ৪ হাজার ৫৭৮ জন বেশি। দেশে অ্যাকটিভ কেসের ০.১৩ শতাংশে পৌঁছে গিয়েছে। দৈনিক পজিটিভিটি রেট ২.৩৫ শতাংশের কাছাকাছি। রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১১ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৮০৩ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৬৭ হাজার ৭১২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন মাত্র ৭ হাজার ৬২৪ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৬৫ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯৫ কোটি ৬৭ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।