০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লির সাকেত আদালতে চলল গুলি, গুলিবিদ্ধ মহিলা সাক্ষী সহ এক আইনজীবী

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২১ এপ্রিল ২০২৩, শুক্রবার
  • / 72

পুবের কলম, ওয়েবডেস্ক:   রোহিনীর পর ফের দিল্লির সাকেত আদালতে চলল এলোপাথাড়ি গুলি। বরখাস্ত আইনজীবীর গুলিতে গুলিবিদ্ধ এক মহিলা সাক্ষী সহ আরও এক আইনজীবী। বর্তমানে দুজনেই বিপদমুক্ত। দিল্লির সাকেত আদালতের এই ঘটনায় প্রশ্নের মুখে নিরাপত্তা। শুক্রবার সাড়ে ১০টা নাগাদ আদালত চত্বরে মোট চার রাউণ্ড গুলি চলে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।

মোবাইলে তোলা একটি ভিডিয়োতে দেখা গেছে, বন্দুকধারীর সঙ্গে ঘটনার আগে ওই মহিলা ঝগড়া করছেন। এর পরেই তার দিকে লক্ষ্য করে গুলি ছোড়েন ওই বন্দুকধারী। গুলি লাগে মহিলার পেটে ও হাতে।

আরও পড়ুন: অগ্নিগর্ভ নেপাল, নেপালে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা জারি

পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আর্থিক বচসা সংক্রান্ত প্রতারণার একটি মামলায় সাক্ষী দিতে আদালতে এসেছিলেন ওই মহিলা। হঠাৎ আইনজীবীর পোশাক পরা এক ব্যক্তি এলোপাথাড়ি গুলি চালাতে থাকে।

আরও পড়ুন: শি জিনপিংয়ের সাথে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ডিসিপি(সাউথ) চন্দন চৌধুরী জানিয়েছেন, শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ আদালত চত্বরে গুলি চলে। গুলিবিদ্ধ ৪০ বছর বয়সী মহিলার নাম এম রাধা। তার পেটে আর একটি হাতে গুলি লেগেছে। ঘটনার পরেই পুলিশ তাকে তড়িঘড়ি সাকেতের ম্যাক্স হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আইনজীবী ও মহিলা দুজনেই বিপদমুক্ত।

আরও পড়ুন: মিয়ানমারে প্রথম দফার ভোট ২৮ ডিসেম্বর , নজর রাখছে নয়াদিল্লি, চিন

অভিযুক্তের নাম কামেশ্বর প্রসাদ সিং ওরফে বিনোদ সিং। তার বিরুদ্ধে প্রতারণার মামলা নথিভুক্ত হওয়ার পর বার কাউন্সিল তাকে বরখাস্ত করেছে।

জানা গেছে, অভিযুক্ত ২৫ লক্ষ টাকা এম রাধাকে দিয়েছিলেন। কিন্তু মহিলা ওই টাকা নেওয়ার কথা অস্বীকার করেন।
২০২২ সালের জুলাই মাসে সাকেত আদালতে এম রাধা ও এক আইনজীবীর নামে আর্থিক প্রতারণার মামলা দায়ের করেন বিনোদ সিং নামের ওই বরখাস্ত আইনজীবী। সেই মামলাতেই সাক্ষী দিতে এসেছিলেন এম রাধা।

ঘটনা প্রসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল হিন্দিতে ট্যুইট করে বলেছেন, ‘দিল্লিতে ক্রমশ আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে। যারা দেশ রক্ষার দায় নিয়েছেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে, জায়গা অন্যের হাতে ছেড়ে দিন।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিল্লির সাকেত আদালতে চলল গুলি, গুলিবিদ্ধ মহিলা সাক্ষী সহ এক আইনজীবী

আপডেট : ২১ এপ্রিল ২০২৩, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক:   রোহিনীর পর ফের দিল্লির সাকেত আদালতে চলল এলোপাথাড়ি গুলি। বরখাস্ত আইনজীবীর গুলিতে গুলিবিদ্ধ এক মহিলা সাক্ষী সহ আরও এক আইনজীবী। বর্তমানে দুজনেই বিপদমুক্ত। দিল্লির সাকেত আদালতের এই ঘটনায় প্রশ্নের মুখে নিরাপত্তা। শুক্রবার সাড়ে ১০টা নাগাদ আদালত চত্বরে মোট চার রাউণ্ড গুলি চলে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।

মোবাইলে তোলা একটি ভিডিয়োতে দেখা গেছে, বন্দুকধারীর সঙ্গে ঘটনার আগে ওই মহিলা ঝগড়া করছেন। এর পরেই তার দিকে লক্ষ্য করে গুলি ছোড়েন ওই বন্দুকধারী। গুলি লাগে মহিলার পেটে ও হাতে।

আরও পড়ুন: অগ্নিগর্ভ নেপাল, নেপালে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা জারি

পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আর্থিক বচসা সংক্রান্ত প্রতারণার একটি মামলায় সাক্ষী দিতে আদালতে এসেছিলেন ওই মহিলা। হঠাৎ আইনজীবীর পোশাক পরা এক ব্যক্তি এলোপাথাড়ি গুলি চালাতে থাকে।

আরও পড়ুন: শি জিনপিংয়ের সাথে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ডিসিপি(সাউথ) চন্দন চৌধুরী জানিয়েছেন, শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ আদালত চত্বরে গুলি চলে। গুলিবিদ্ধ ৪০ বছর বয়সী মহিলার নাম এম রাধা। তার পেটে আর একটি হাতে গুলি লেগেছে। ঘটনার পরেই পুলিশ তাকে তড়িঘড়ি সাকেতের ম্যাক্স হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আইনজীবী ও মহিলা দুজনেই বিপদমুক্ত।

আরও পড়ুন: মিয়ানমারে প্রথম দফার ভোট ২৮ ডিসেম্বর , নজর রাখছে নয়াদিল্লি, চিন

অভিযুক্তের নাম কামেশ্বর প্রসাদ সিং ওরফে বিনোদ সিং। তার বিরুদ্ধে প্রতারণার মামলা নথিভুক্ত হওয়ার পর বার কাউন্সিল তাকে বরখাস্ত করেছে।

জানা গেছে, অভিযুক্ত ২৫ লক্ষ টাকা এম রাধাকে দিয়েছিলেন। কিন্তু মহিলা ওই টাকা নেওয়ার কথা অস্বীকার করেন।
২০২২ সালের জুলাই মাসে সাকেত আদালতে এম রাধা ও এক আইনজীবীর নামে আর্থিক প্রতারণার মামলা দায়ের করেন বিনোদ সিং নামের ওই বরখাস্ত আইনজীবী। সেই মামলাতেই সাক্ষী দিতে এসেছিলেন এম রাধা।

ঘটনা প্রসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল হিন্দিতে ট্যুইট করে বলেছেন, ‘দিল্লিতে ক্রমশ আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে। যারা দেশ রক্ষার দায় নিয়েছেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে, জায়গা অন্যের হাতে ছেড়ে দিন।’