০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

২৪ ঘণ্টাতেই মিলবে ড্রাইভিং লাইসেন্স, পরিষেবা চালু রাজ্যে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩১ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার
  • / 37

পুবের কলম প্রতিবেদক: বাণিজ্যিক হোক বা ব্যক্তিগত, যেকোনও গাড়ি চালাতে সকলেরই প্রয়োজন বৈধ ড্রাইভিং লাইসেন্স। তবে এই লাইসেন্স পেতে দিনের পর দিন অপেক্ষা করতে হত আবেদনকারীকে। এবার আর অপেক্ষা করতে হবে না। সহজেই মিলবে ড্রাইভিং লাইসেন্স। তাও আবার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই। মঙ্গলবার থেকে রাজ্যে এমনই পরিষেবার উদ্বোধন করলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

এ নিয়ে রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, সাধারণ মানুষের সুবিধায় প্রথমে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চালু করা হল। আর এবার আমরা ২৪ ঘণ্টায় লাইসেন্স প্রদান প্রক্রিয়া শুরু করছি। শুধু সঠিক প্রক্রিয়ায় আবেদন করে একদিন পরীক্ষা দিতে হবে। পরীক্ষার ২৪ ঘণ্টার মধ্যেই লাইসেন্স পাওয়া যাবে। ড্রাইভিং লাইসেন্স পেতে আর বারবার মানুষকে আরটিও অফিসে যেতে হবে না।

আরও পড়ুন: পার্সোনাল ল’ বোর্ডের ব্রিগেড সমাবেশে ‘না’ কেন?

পরিবহণ দফতর জানাচ্ছে, আগে ড্রাইভিং লাইসেন্স পেতে মানুষকে দীর্ঘদিন অপেক্ষা করতে হত। নতুন পদ্ধতি চালু হওয়ায় দ্রুত লাইসেন্স পাবেন আবেদনকারীরা। সাধারণ মানুষকে সহজে ও দ্রুত পরিষেবা দেওয়ার লক্ষ্যে নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে। পরিবহণ দফতর মনে করছে, ড্রাইভিং লাইসেন্সের নয়া নিয়ম চালু হলে

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

লাইসেন্স পেতে মানুষের যেমন হয়রানি বন্ধ হবে, তেমনি দালালরাজ বন্ধ হবে। কীভাবে পরিষেবা পাবেন আবেদনকারী?

আরও পড়ুন: সউদি আরবে বহু খালি জায়গা, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র হোক : নেতানিয়াহু

এ নিয়ে পরিবহণ দফতরের কর্তারা জানাচ্ছেন, এবার বাড়িতে বসে অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার পর সংশ্লিষ্ট আবেদনকারী নির্দিষ্ট দিনে পরীক্ষা দিলে তার একদিনের মধ্যেই লাইসেন্স হাতে পাবেন।

জানা গিয়েছে এবার থেকে অনলাইনে প্রথমে আবেদন করতে হবে। তারপর সেই ওয়েবসাইট থেকেই পরীক্ষার জন্য একটি তারিখ জানানো হবে।

সেইদিন স্থানীয় আরটিও অর্থাৎ রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসে থিওরিটিক্যাল ও প্রাক্টিক্যাল পরীক্ষা দিতে হবে সংশ্লিষ্ট আবেদনকারীকে। সেখানেই ছবি তোলা থেকে শুরু করে কাগজপত্র সব দেখা হবে। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই এসএমএস যাবে আবেদনকারীর মোবাইলে। অনলাইনেই ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন আবেদনকারী। সেটির প্রিন্ট-আউট বের করে রেখে দিতে পারবেন তিনি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২৪ ঘণ্টাতেই মিলবে ড্রাইভিং লাইসেন্স, পরিষেবা চালু রাজ্যে

আপডেট : ৩১ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: বাণিজ্যিক হোক বা ব্যক্তিগত, যেকোনও গাড়ি চালাতে সকলেরই প্রয়োজন বৈধ ড্রাইভিং লাইসেন্স। তবে এই লাইসেন্স পেতে দিনের পর দিন অপেক্ষা করতে হত আবেদনকারীকে। এবার আর অপেক্ষা করতে হবে না। সহজেই মিলবে ড্রাইভিং লাইসেন্স। তাও আবার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই। মঙ্গলবার থেকে রাজ্যে এমনই পরিষেবার উদ্বোধন করলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

এ নিয়ে রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, সাধারণ মানুষের সুবিধায় প্রথমে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চালু করা হল। আর এবার আমরা ২৪ ঘণ্টায় লাইসেন্স প্রদান প্রক্রিয়া শুরু করছি। শুধু সঠিক প্রক্রিয়ায় আবেদন করে একদিন পরীক্ষা দিতে হবে। পরীক্ষার ২৪ ঘণ্টার মধ্যেই লাইসেন্স পাওয়া যাবে। ড্রাইভিং লাইসেন্স পেতে আর বারবার মানুষকে আরটিও অফিসে যেতে হবে না।

আরও পড়ুন: পার্সোনাল ল’ বোর্ডের ব্রিগেড সমাবেশে ‘না’ কেন?

পরিবহণ দফতর জানাচ্ছে, আগে ড্রাইভিং লাইসেন্স পেতে মানুষকে দীর্ঘদিন অপেক্ষা করতে হত। নতুন পদ্ধতি চালু হওয়ায় দ্রুত লাইসেন্স পাবেন আবেদনকারীরা। সাধারণ মানুষকে সহজে ও দ্রুত পরিষেবা দেওয়ার লক্ষ্যে নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে। পরিবহণ দফতর মনে করছে, ড্রাইভিং লাইসেন্সের নয়া নিয়ম চালু হলে

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

লাইসেন্স পেতে মানুষের যেমন হয়রানি বন্ধ হবে, তেমনি দালালরাজ বন্ধ হবে। কীভাবে পরিষেবা পাবেন আবেদনকারী?

আরও পড়ুন: সউদি আরবে বহু খালি জায়গা, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র হোক : নেতানিয়াহু

এ নিয়ে পরিবহণ দফতরের কর্তারা জানাচ্ছেন, এবার বাড়িতে বসে অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার পর সংশ্লিষ্ট আবেদনকারী নির্দিষ্ট দিনে পরীক্ষা দিলে তার একদিনের মধ্যেই লাইসেন্স হাতে পাবেন।

জানা গিয়েছে এবার থেকে অনলাইনে প্রথমে আবেদন করতে হবে। তারপর সেই ওয়েবসাইট থেকেই পরীক্ষার জন্য একটি তারিখ জানানো হবে।

সেইদিন স্থানীয় আরটিও অর্থাৎ রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসে থিওরিটিক্যাল ও প্রাক্টিক্যাল পরীক্ষা দিতে হবে সংশ্লিষ্ট আবেদনকারীকে। সেখানেই ছবি তোলা থেকে শুরু করে কাগজপত্র সব দেখা হবে। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই এসএমএস যাবে আবেদনকারীর মোবাইলে। অনলাইনেই ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন আবেদনকারী। সেটির প্রিন্ট-আউট বের করে রেখে দিতে পারবেন তিনি।