২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দুয়ারে সরকার: ক্যাম্পে-ক্যাম্পে ভিড় করছেন সাধারণ মানুষ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩ এপ্রিল ২০২৩, সোমবার
  • / 33

ফাইল চিত্র

পুবের কলম প্রতিবেদক: মানুষের ঘরের দোরগোড়ায় সরকারি পরিষেবাকে পৌঁছে দিতে রাজ্য প্রশাসনের অভিনব কর্মসূচি দুয়ারে সরকার। এর আগে পাঁচবার রাজ্যজুড়ে সফলভাবে দুয়ারে সরকার কর্মসূচি হয়েছে। ১ এপ্রিল থেকে ফের শুরু হয়েছে দুয়ারে সরকার। এবার সরকার ঠিক করেছে বুথে বুথে মানুষের কাছে সরকারি আধিকারিকরা। সেখানে আবেদনপত্র তুলে নির্দিষ্ট কাগজসহ জমা করলেই মিলবে পরিষেবা। পঞ্চায়েত ভোটের আগে এই কর্মসূচি জনমানসে ব্যাপক প্রভাব ফেলবে বলেও মনে করা হচ্ছে। শনিবার তারই ঝলক দেখা গেল শহর কলকাতায়। শুধু তাই নয়, রবিবারও গ্রাম পঞ্চায়েত এলাকার মতো কলকাতাস-সহ বিভিন্ন পুর-এলাকাতেও সকাল থেকে শুরু হয় দুয়ারে সরকার ক্যাম্প। প্রতিবেদক তাই ঘুরে দেখেন ক্যাম্পগুলি। দেখা গেল মানুষের ভিড়।

এবারের দুয়ারে সরকার ক্যাম্পে আরও বেশি বেশি করে পরিষেবা দেওয়ার কথা। সেই হিসাবে নিজেদের দরকারে সকাল থেকেই মানুষ  ক্যাম্পে ভিড় করেন। দেখা গেল ক্যাম্পেই কেউ রেশন কার্ড, তো কেউ সমাজিক সুরক্ষা প্রকল্পের ফর্ম জমা করছেন। জমির মিউটেশনের কাজও হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পে।

আরও পড়ুন: ‘দুয়ারে সরকার’-এর ৫২ হাজার শিবিরে উপকৃত ৪০ লক্ষ মানুষ

রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন, প্রথম দিন শুধুমাত্র  ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পেই আবেদন জমা পড়েছে ১ লক্ষ ৩৫ হাজার। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে মোট আবেদন জমা পড়েছে ১ লক্ষ ৭০ হাজার। স্বাস্থ্যসাথীর আবেদন জানিয়েছেন ৬০ হাজার মানুষ। ২১ হাজার জন আবেদন জানিয়েছেন বিধবা ভাতার জন্য।

আরও পড়ুন: দুয়ারে সরকার ক্যাম্পে বিশেষ গুরুত্ব পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পকে

কলকাতা পুরনিগম সূত্রে খবর, বিভিন্ন ওয়ার্ড মিলিয়ে কলকাতায় ৮৬টি ক্যাম্প হয়েছে শনিবার। অন্যদিকে, রাজ্য প্রশাসন সূত্রে খবর, শনিবার রাজ্যজুড়ে ১৫ হাজার ১৩২টি ক্যাম্প হয়েছিল। সন্ধ্যা পাঁচটা পর্যন্ত হিসাব বলছে- ৫ লাখ, ৭০ হাজার ৩৭৬জন নাগরিক তাঁদের পরিষেবা নেওয়ার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে এসেছেন। সবাই আবেদনপত্র জমা করেছেন। অন্যদিকে রবিবার ছুটির দিন হলেও ক্যাম্প হয়েছে রাজ্যের এক হাজার জায়গায়। বিকাল সাড়ে তিনটা পর্যন্ত প্রায় ৩৫ হাজার মানুষ দুয়ারে সরকার ক্যাম্পে এসেছেন।

আরও পড়ুন: দাঙ্গাবাজদের রুখতে সাধারণ মানুষকে ময়দানে নামার আহ্বান বুদ্ধিজীবীদের

নবান্ন থেকে জানানো হয়েছে। ১ থেকে ২০  এপ্রিল পর্যন্ত রাজ্যজুড়ে দুয়ারে সরকার  ক্যাম্প চলবে। এর আবার দুটি পর্যায় থাকবে। প্রথম পর্যায়ে ১০ তারিখ পর্যন্ত মানুষের আবেদনপত্র গ্রহণ করা হবে। তারপর পরের দশদিন পরিষেবা প্রদান করবেন প্রশাসনিক আধিকারিকরা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুয়ারে সরকার: ক্যাম্পে-ক্যাম্পে ভিড় করছেন সাধারণ মানুষ

আপডেট : ৩ এপ্রিল ২০২৩, সোমবার

পুবের কলম প্রতিবেদক: মানুষের ঘরের দোরগোড়ায় সরকারি পরিষেবাকে পৌঁছে দিতে রাজ্য প্রশাসনের অভিনব কর্মসূচি দুয়ারে সরকার। এর আগে পাঁচবার রাজ্যজুড়ে সফলভাবে দুয়ারে সরকার কর্মসূচি হয়েছে। ১ এপ্রিল থেকে ফের শুরু হয়েছে দুয়ারে সরকার। এবার সরকার ঠিক করেছে বুথে বুথে মানুষের কাছে সরকারি আধিকারিকরা। সেখানে আবেদনপত্র তুলে নির্দিষ্ট কাগজসহ জমা করলেই মিলবে পরিষেবা। পঞ্চায়েত ভোটের আগে এই কর্মসূচি জনমানসে ব্যাপক প্রভাব ফেলবে বলেও মনে করা হচ্ছে। শনিবার তারই ঝলক দেখা গেল শহর কলকাতায়। শুধু তাই নয়, রবিবারও গ্রাম পঞ্চায়েত এলাকার মতো কলকাতাস-সহ বিভিন্ন পুর-এলাকাতেও সকাল থেকে শুরু হয় দুয়ারে সরকার ক্যাম্প। প্রতিবেদক তাই ঘুরে দেখেন ক্যাম্পগুলি। দেখা গেল মানুষের ভিড়।

এবারের দুয়ারে সরকার ক্যাম্পে আরও বেশি বেশি করে পরিষেবা দেওয়ার কথা। সেই হিসাবে নিজেদের দরকারে সকাল থেকেই মানুষ  ক্যাম্পে ভিড় করেন। দেখা গেল ক্যাম্পেই কেউ রেশন কার্ড, তো কেউ সমাজিক সুরক্ষা প্রকল্পের ফর্ম জমা করছেন। জমির মিউটেশনের কাজও হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পে।

আরও পড়ুন: ‘দুয়ারে সরকার’-এর ৫২ হাজার শিবিরে উপকৃত ৪০ লক্ষ মানুষ

রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন, প্রথম দিন শুধুমাত্র  ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পেই আবেদন জমা পড়েছে ১ লক্ষ ৩৫ হাজার। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে মোট আবেদন জমা পড়েছে ১ লক্ষ ৭০ হাজার। স্বাস্থ্যসাথীর আবেদন জানিয়েছেন ৬০ হাজার মানুষ। ২১ হাজার জন আবেদন জানিয়েছেন বিধবা ভাতার জন্য।

আরও পড়ুন: দুয়ারে সরকার ক্যাম্পে বিশেষ গুরুত্ব পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পকে

কলকাতা পুরনিগম সূত্রে খবর, বিভিন্ন ওয়ার্ড মিলিয়ে কলকাতায় ৮৬টি ক্যাম্প হয়েছে শনিবার। অন্যদিকে, রাজ্য প্রশাসন সূত্রে খবর, শনিবার রাজ্যজুড়ে ১৫ হাজার ১৩২টি ক্যাম্প হয়েছিল। সন্ধ্যা পাঁচটা পর্যন্ত হিসাব বলছে- ৫ লাখ, ৭০ হাজার ৩৭৬জন নাগরিক তাঁদের পরিষেবা নেওয়ার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে এসেছেন। সবাই আবেদনপত্র জমা করেছেন। অন্যদিকে রবিবার ছুটির দিন হলেও ক্যাম্প হয়েছে রাজ্যের এক হাজার জায়গায়। বিকাল সাড়ে তিনটা পর্যন্ত প্রায় ৩৫ হাজার মানুষ দুয়ারে সরকার ক্যাম্পে এসেছেন।

আরও পড়ুন: দাঙ্গাবাজদের রুখতে সাধারণ মানুষকে ময়দানে নামার আহ্বান বুদ্ধিজীবীদের

নবান্ন থেকে জানানো হয়েছে। ১ থেকে ২০  এপ্রিল পর্যন্ত রাজ্যজুড়ে দুয়ারে সরকার  ক্যাম্প চলবে। এর আবার দুটি পর্যায় থাকবে। প্রথম পর্যায়ে ১০ তারিখ পর্যন্ত মানুষের আবেদনপত্র গ্রহণ করা হবে। তারপর পরের দশদিন পরিষেবা প্রদান করবেন প্রশাসনিক আধিকারিকরা।