ভয়াবহ বন্যার কবলে দিল্লি, ফ্রান্স থেকে ফোনে অমিত শাহের কাছে পরিস্থিতির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

- আপডেট : ১৪ জুলাই ২০২৩, শুক্রবার
- / 6
পুবের কলম, ওয়েবডেস্ক: ক্রমশই ভয়াবহ দিল্লির বন্যা পরিস্থিতি। শুক্রবার ভোর ৬ টা নাগাদ যমুনার জলস্তর পৌঁছেছে ২০৮.৪৬। গতকাল রাতে ছিল ২০৮. ৬৬। কেন্দ্রীয় জল কমিশন জানিয়েছেন, আজ দুপুরের মধ্যে জলস্তর ২০৮.৩০-এ নামতে পারে। দিল্লি সরকার স্কুল, কলেজ, শ্মশান বন্ধ রেখেছে। সুপ্রিম কোর্টের রাস্তা তিলক মার্গ জলের তলায়। দিল্লির কেন্দ্রীয় মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেছেন, মুখ্যসচিবকে দ্রুত বিষয়টি সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে বন্যার পরিস্তিতি সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন।
সব মিলিয়ে জন জীবন বিধ্বস্ত ও বিপর্যস্ত৷ আউটার রিং রোড ও বিধানসভা এলাকা জলমগ্ন৷ রাস্তার দুই ধারে জলে পরিপূর্ণ। ওয়াটার প্ল্যান্টগুলি সব বন্ধ রাখা হয়েছে। ফলে আগামী ২৪ ঘণ্টা জলের সমস্যা হতে পারে রাজ্যবাসীর। লাগাতার বেড়ে চলেছে যমুনার জলস্তর। রাস্তাঘাট সব ডুবে গিয়েছে। পূর্ব ও উত্তর পূর্ব দিল্লি বন্যা কবলিত এবং সব থেকে বেশি প্রভাবিত এই অঞ্চল। বৃহস্পতিবার থেকেই লাল কেল্লা, কাশ্মীরে গেট, সিভিল লাইনস, রাজঘাট এবং আইটিও সহ শহরের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে সেই সঙ্গে চলছে উদ্ধার অভিযান। এএসআই লাল কেল্লা বন্ধ রেখেছ। আগামী এক সপ্তাহ এটি বন্ধ রাখা হতে পারে। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) সাধারণভাবে মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হবে। বাড়ি থেকে কাজ করার জন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে পরামর্শ দিয়েছে দিল্লি সরকার।
আগামী ৩ দিন উত্তরপ্রদেশ, হিমাচল, দিল্লির ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী ৩ দিন কর্নাটকের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়েছেন, ১৬ জুলাই পর্যন্ত কর্নাটকের একাধিক এলাকায় ভাল বৃষ্টি হবে। দক্ষিণ কন্নড়, উদুপি, উত্তর কন্নড়, কোডাগু, চিক্কামাগালুরু, হাসান এবং শিমোগা। এই সব জেলায় আগামী তিন দিনের জন্য একটি হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। ইয়াদগিরি, বিজয়পুর, রাইচুর, কালাবুর্গি, হাভেরি, গদাগ, ধারওয়াড়ে স্বাভাবিক বৃষ্টিপাত হবে। বিদার, বেলাগাভি, বাগলকোট, বিজয়নগর, তুমকুর, মহীশূরে আগামী পাঁচ দিন ধরে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।