পুবের কলম ওয়েব ডেস্কঃ দেশব্যাপী তৈরি হওয়া কয়লা সংকট নিয়ে এবার মুখ খুললেন আইমিম সুপ্রিমো আসাউদ্দিন ওয়াইসি। বুধবার ANI কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কেন্দ্রের সঠিক পরিকল্পনার অভাবে দেশ আজ ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত। ১৩৫ টি কোল প্লান্টের মধ্যে ১০৮ টি প্লান্টে কয়লার মজুদ খুবই কম। ফলে অন্ধ্রপ্রদেশে লাগাতার বিদ্যুৎ পরিষেবা ব্যহত হচ্ছে। এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়ার কারন কি?
করোনার দ্বিতীয় ঢেউ প্রসঙ্গেও কেন্দ্রের বিজেপি সরকারকে এদিন একহাত নেন ওয়াইসি। তিনি বলেন, করোনার প্রথম ঢেউয়ের পরপরই কেন্দ্র যদি টিকাকরনে গুরুত্ব দিতো তাহলে দেশের লক্ষ লক্ষ মানুষের প্রান যেত না। সে করোনা হোক কিংবা কয়লা সংকট প্রতিটি বিষয়ে কেন্দ্রের সঠিক পরিকল্পনার অভাবের মাসুল গুনতে হচ্ছে সমগ্র দেশবাসীকে।”
উল্লেখ্য, দেশের কয়লা সংকট নিয়ে রিতিমত চাপে আছে কেন্দ্রের বিজেপি সরকার। ফলস্বরুপ সোমবার সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দফতরের মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করতে দেখা যায়।
আরও খবর পড়ুনঃ



















