০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জল ছাড়ল ডিভিসি, বর্ষার শুরুতে ফের বাড়ছে বন্যার আশঙ্কা

চামেলি দাস
  • আপডেট : ১৮ জুন ২০২৫, বুধবার
  • / 142

পুবের কলম প্রতিবেদক, আসানসোল: রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। গত দু’দিন ধরে দামোদর উপত্যকায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে। এরই মধ্যে জল ছাড়তে শুরু করল দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে মোট ৩৫ হাজার কিউসেক জল ছাড়া শুরু হয়েছে বলে খবর। জল ছাড়ার খবরে চিন্তা বেড়েছে নিম্ন দামোদর উপত্যকার বাসিন্দাদের। দু’দিন ধরে দামোদম উপত্যকাজুড়ে চলছে বৃষ্টি। বিহার ও ঝাড়খণ্ডেও একই অবস্থা। ঝাড়খণ্ডের তেনুঘাট ও তিলিয়া বাঁধ থেকেও জল ছাড়া শুরু হয়েছে। সেই জল এসে জমা হচ্ছে মাইথন ও পাঞ্চেতে। ফলে জলের পরিমাণ বাড়তে থাকায় বাধ্য হয়েই জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে বরাকর উপত্যকায় বৃষ্টি হয়েছে প্রায় ২০ মিলিমিটার। বুধবারও পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ অংশে বৃষ্টি হয়। আজ বৃহস্পতিবার এবং আগামীকাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।

প্রতি বছর বর্ষায় ডিভিসির জল ছাড়ায় নিম্ন দামোদর উপত্যকায় বন্যা দেখা যায় বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার অভিযোগ করেছেন, রাজ্যকে না জানিয়ে জল ছেড়ে দেয় ডিভিসি। ফলে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি ও ঘাটাল অঞ্চলে ভয়াবহ জলবন্দি পরিস্থিতি তৈরি হয়। চাষের জমি, পুকুর, বসতবাড়ি জলে ডুবে যায়। মানুষকে আশ্রয় নিতে হয় ত্রাণশিবিরে। প্রচুর আর্থিক ক্ষয়ক্ষতি হয়।

আরও পড়ুন: ডিভিসি-এর জল ছাড়ার পরিমাণ নিয়ে কেন্দ্র-রাজ্য তরজা

এ নিয়ে বহুবার রাজ্য কেন্দ্রকে দায়ী করেছে, কেন পলি তুলে জলাধার সংস্কার করা হচ্ছে না, সেই প্রশ্নও উঠেছে। ডিভিসি যদিও জানিয়েছে, এবার থেকে রাজ্যকে জানিয়ে তবেই জল ছাড়া হবে। এদিকে, অতিবৃষ্টির সম্ভাবনায় পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি জেলার পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে প্রশাসন।

আরও পড়ুন: ডিভিসি-র জলে বিপদে বর্ধমান, আতঙ্কে রাত কাটছে বাসিন্দাদের

আরও পড়ুন: ডিভিসি জল ছাড়ার সংবাদ আগাম জানতে রাজ্য সরকারের তরফে গড়া হচ্ছে মনিটরিং কমিটি
Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জল ছাড়ল ডিভিসি, বর্ষার শুরুতে ফের বাড়ছে বন্যার আশঙ্কা

আপডেট : ১৮ জুন ২০২৫, বুধবার

পুবের কলম প্রতিবেদক, আসানসোল: রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। গত দু’দিন ধরে দামোদর উপত্যকায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে। এরই মধ্যে জল ছাড়তে শুরু করল দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে মোট ৩৫ হাজার কিউসেক জল ছাড়া শুরু হয়েছে বলে খবর। জল ছাড়ার খবরে চিন্তা বেড়েছে নিম্ন দামোদর উপত্যকার বাসিন্দাদের। দু’দিন ধরে দামোদম উপত্যকাজুড়ে চলছে বৃষ্টি। বিহার ও ঝাড়খণ্ডেও একই অবস্থা। ঝাড়খণ্ডের তেনুঘাট ও তিলিয়া বাঁধ থেকেও জল ছাড়া শুরু হয়েছে। সেই জল এসে জমা হচ্ছে মাইথন ও পাঞ্চেতে। ফলে জলের পরিমাণ বাড়তে থাকায় বাধ্য হয়েই জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে বরাকর উপত্যকায় বৃষ্টি হয়েছে প্রায় ২০ মিলিমিটার। বুধবারও পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ অংশে বৃষ্টি হয়। আজ বৃহস্পতিবার এবং আগামীকাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।

প্রতি বছর বর্ষায় ডিভিসির জল ছাড়ায় নিম্ন দামোদর উপত্যকায় বন্যা দেখা যায় বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার অভিযোগ করেছেন, রাজ্যকে না জানিয়ে জল ছেড়ে দেয় ডিভিসি। ফলে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি ও ঘাটাল অঞ্চলে ভয়াবহ জলবন্দি পরিস্থিতি তৈরি হয়। চাষের জমি, পুকুর, বসতবাড়ি জলে ডুবে যায়। মানুষকে আশ্রয় নিতে হয় ত্রাণশিবিরে। প্রচুর আর্থিক ক্ষয়ক্ষতি হয়।

আরও পড়ুন: ডিভিসি-এর জল ছাড়ার পরিমাণ নিয়ে কেন্দ্র-রাজ্য তরজা

এ নিয়ে বহুবার রাজ্য কেন্দ্রকে দায়ী করেছে, কেন পলি তুলে জলাধার সংস্কার করা হচ্ছে না, সেই প্রশ্নও উঠেছে। ডিভিসি যদিও জানিয়েছে, এবার থেকে রাজ্যকে জানিয়ে তবেই জল ছাড়া হবে। এদিকে, অতিবৃষ্টির সম্ভাবনায় পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি জেলার পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে প্রশাসন।

আরও পড়ুন: ডিভিসি-র জলে বিপদে বর্ধমান, আতঙ্কে রাত কাটছে বাসিন্দাদের

আরও পড়ুন: ডিভিসি জল ছাড়ার সংবাদ আগাম জানতে রাজ্য সরকারের তরফে গড়া হচ্ছে মনিটরিং কমিটি