০২ নভেম্বর ২০২৫, রবিবার, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দেশে তৈরি হল ই-হাইওয়ে, রয়েছে কিছু প্রশ্নও

ইমামা খাতুন
  • আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, বুধবার
  • / 75

পুবের কলম ওয়েব ডেস্কঃ হাইওয়ের উপর গাড়ি চলতে চলতেই হয়ে যাবে চার্জ। এমনই ইলেকট্রিক হাইওয়ের ট্রায়াল চলল দিল্লি-জয়পুর হাইওয়ে ও যমুনা এক্সপ্রেসওয়েতে। পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশে সোলার এনার্জিতে চলা ইলেকট্রিক হাইওয়ে তৈরি হচ্ছে। এই হাইওয়েতে চলা ভারী যানবাহনও স্বয়ংক্রিয়ভাবেই চার্জ হয়ে যাবে।

 

আরও পড়ুন: সরফরাজ কেন জাতীয় দলের বাইরে? প্রশ্ন শশী থারুরের

তবে এই প্রযুক্তি নিয়ে কিছু প্রশ্নও উঠছে। ই-হাইওয়ে কি এবং তা কীভাবে কাজ করবে।  সাধারণত এক্সপ্রেসওয়ে পাকা সড়ক যে পথ দিয়ে যে কোনও ভারী বা হালকা যানবাহন দৌড়তে পারে। অন্যদিকে বৈদ্যুতিক হাইওয়েতে কিছু ইক্যুইপমেন্ট সিস্টেম রয়েছে। এই প্রযুক্তিতে সড়কের উপর দিয়ে চলা গাড়িটি না থামিয়েই ব্যাটারি চার্জ করাতে পারবে। তবে এই হাইওয়েতে ইলেকট্রিক গাড়িই চার্জ হবে। পেট্রোল-ডিজেল গাড়িতে চার্জ হবে না।

আরও পড়ুন: অপারেশন ডেভিল হান্ট: বাংলাদেশে গ্রেফতার ১৩০৮

 

আরও পড়ুন: পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির সতর্কতা

তবে হাইব্রিড গাড়িও (ইলেকট্রিক এবং পেট্রোল-ডিজেল চলা গাড়ি) চার্জ হতে পারবে। হাইওয়ে রোডের উপর বৈদ্যুতিক তার লাগানো থাকে। এই তারের নিচ দিয়ে যাওয়া গাড়িটির প্যান্টোগ্রাফ এই তারের সংস্পর্শে এলে বিদ্যুৎ তারের মাধ্যমে গাড়ির ব্যাটারিকে চার্জ করতে থাকে। যতক্ষণ গাড়িটি তারের সম্পর্কে থাকবে ততক্ষণই গাড়ির ব্যাটারি চার্জ হতে থাকবে। কিন্তু বৈদ্যুতিন সরঞ্জামকে এমনভাবেই ডিজাইন করা হয় যাতে গাড়িতে-গাড়িতে ধাক্কা বা শক লাগার মতো কোনওরমক দুর্ঘটনা না ঘটে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দেশে তৈরি হল ই-হাইওয়ে, রয়েছে কিছু প্রশ্নও

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ হাইওয়ের উপর গাড়ি চলতে চলতেই হয়ে যাবে চার্জ। এমনই ইলেকট্রিক হাইওয়ের ট্রায়াল চলল দিল্লি-জয়পুর হাইওয়ে ও যমুনা এক্সপ্রেসওয়েতে। পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশে সোলার এনার্জিতে চলা ইলেকট্রিক হাইওয়ে তৈরি হচ্ছে। এই হাইওয়েতে চলা ভারী যানবাহনও স্বয়ংক্রিয়ভাবেই চার্জ হয়ে যাবে।

 

আরও পড়ুন: সরফরাজ কেন জাতীয় দলের বাইরে? প্রশ্ন শশী থারুরের

তবে এই প্রযুক্তি নিয়ে কিছু প্রশ্নও উঠছে। ই-হাইওয়ে কি এবং তা কীভাবে কাজ করবে।  সাধারণত এক্সপ্রেসওয়ে পাকা সড়ক যে পথ দিয়ে যে কোনও ভারী বা হালকা যানবাহন দৌড়তে পারে। অন্যদিকে বৈদ্যুতিক হাইওয়েতে কিছু ইক্যুইপমেন্ট সিস্টেম রয়েছে। এই প্রযুক্তিতে সড়কের উপর দিয়ে চলা গাড়িটি না থামিয়েই ব্যাটারি চার্জ করাতে পারবে। তবে এই হাইওয়েতে ইলেকট্রিক গাড়িই চার্জ হবে। পেট্রোল-ডিজেল গাড়িতে চার্জ হবে না।

আরও পড়ুন: অপারেশন ডেভিল হান্ট: বাংলাদেশে গ্রেফতার ১৩০৮

 

আরও পড়ুন: পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির সতর্কতা

তবে হাইব্রিড গাড়িও (ইলেকট্রিক এবং পেট্রোল-ডিজেল চলা গাড়ি) চার্জ হতে পারবে। হাইওয়ে রোডের উপর বৈদ্যুতিক তার লাগানো থাকে। এই তারের নিচ দিয়ে যাওয়া গাড়িটির প্যান্টোগ্রাফ এই তারের সংস্পর্শে এলে বিদ্যুৎ তারের মাধ্যমে গাড়ির ব্যাটারিকে চার্জ করতে থাকে। যতক্ষণ গাড়িটি তারের সম্পর্কে থাকবে ততক্ষণই গাড়ির ব্যাটারি চার্জ হতে থাকবে। কিন্তু বৈদ্যুতিন সরঞ্জামকে এমনভাবেই ডিজাইন করা হয় যাতে গাড়িতে-গাড়িতে ধাক্কা বা শক লাগার মতো কোনওরমক দুর্ঘটনা না ঘটে।