পুবের কলম, ওয়েবডেস্ক: তামিলনাড়ু জুড়ে ১২ লক্ষ ৪৩ হাজারেরও বেশি ভোটারকে নোটিস পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসিআই)। তামিলনাড়ুর মুখ্য নির্বাচনী আধিকারিক অর্চনা পাটনায়েকের দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। রাজ্যজুড়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য মোট ৭ লক্ষ ২৮ হাজার ফর্ম-৬ জমা পড়েছে। পাশাপাশি অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য ৯,৪১০টি ফর্ম-৭ আবেদন গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মূলত সেই সব ভোটারদের নোটিস পাঠানো হচ্ছে যাঁদের নাম ১৯ ডিসেম্বর প্রকাশিত খসড়া এসআইআর ভোটার তালিকায় যুক্ত হলেও, ২০০২ বা ২০০৫ সালের আগের এসআইআর তালিকায় তাঁদের নিজের নামে বা অন্য কারও সন্তান হিসেবে শনাক্ত করা যায়নি। এছাড়াও যেসব ভোটারের তথ্য নিশ্চিতকরণ, সংশোধন বা যাচাই প্রয়োজন, তাঁদেরও নোটিস পাঠানো হচ্ছে।
কমিশন সূত্রে খবর, নোটিস প্রাপ্ত ভোটারদের নির্ধারিত তারিখে শুনানিতে হাজির হয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। এরপর সংশ্লিষ্ট কমিশনের আধিকারিকরা নথি যাচাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, চেন্নাইয়ে মোট ২ লক্ষ ৩৭ হাজার ৬১৯টি নোটিস পাঠানো হয়েছে। এর পরে রয়েছে তিরুভাল্লুর (১ লক্ষ ৮৫ হাজার ৯৮৭), কোয়েম্বাটোর (১ লক্ষ ১০ হাজার ৯৮৪), চেঙ্গালপট্টু (৬৩ হাজার ৩৭৩) এবং কাঞ্চিপুরম (৫৬ হাজার ৪৭৯)। এই পাঁচটি জেলাতেই খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার সংখ্যাও সবচেয়ে বেশি।
উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়া শুরুর আগে তামিলনাড়ুর ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা ছিল ৬ কোটি ৪১ লক্ষ। তবে খসড়া এসআইআর তালিকায় ভোটারের সংখ্যা নেমে এসেছে ৫ কোটি ৪৪ লক্ষে। অর্থাৎ প্রায় ৯৭ লক্ষ ৩৪ হাজার ভোটারের নাম কমেছে।




























