কোডিন-ভিত্তিক কফ সিরাপের বেআইনি বাণিজ্য ও বিপুল অর্থপাচারের মামলায় শুক্রবার বড়সড় অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও গুজরাট—এই তিন রাজ্যের ছ’টি শহরে মোট ২৫টি জায়গায় একযোগে তল্লাশি চালানো হয়।
ইডি সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশে গড়ে ওঠা এই বেআইনি র্যাকেটের মাধ্যমে প্রায় ১,০০০ কোটি টাকার লেনদেন হয়েছে বলে প্রাথমিক অনুমান। গত বছরের ফেব্রুয়ারিতে লখনউয়ের সুশান্ত গলফ সিটিতে বিপুল পরিমাণ অবৈধ ফেনসিডিল কফ সিরাপ উদ্ধারের পরই প্রথম এই চক্রের হদিস মেলে।
পরবর্তী সময়ে উত্তরপ্রদেশ এসটিএফ-এর তদন্তে বিভোর রানা ও বিশালকে গ্রেপ্তার করা হয়। জেরায় উঠে আসে আরও বড় নেটওয়ার্কের কথা। সেই সূত্র ধরেই বারাণসীর বাসিন্দা ও মূল অভিযুক্ত শুভম জৈনসওয়ালের নাম সামনে আসে।
ইতিমধ্যে যোগী আদিত্যনাথ সরকার কোডিন মিশ্রিত ভেজাল কফ সিরাপ উৎপাদন ও সরবরাহের অভিযোগে দুই ডজনের বেশি ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। ১ ডিসেম্বর অর্থপাচার প্রতিরোধ আইন (পিএমএলএ)-এর অধীনে মামলা রুজু করে ইডি আর্থিক লেনদেনের সূত্র খোঁজা শুরু করে। অভিযানে লখনউ, বারাণসী, রাঁচি, আমদাবাদ, জৌনপুর ও সাহারানপুরের একাধিক ঠিকানায় তল্লাশি চালানো হয়েছে।





























