২৬ জুলাই ২০২৫, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
অনিল আম্বানি সংক্রান্ত আর্থিক নয়ছয়ে ইডির হানা, মুম্বইয়ে ৩৫ জায়গায় তল্লাশি

মোক্তার হোসেন মন্ডল
- আপডেট : ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 51
পুবের কলম ওয়েবডেস্ক: ব্যবসায়ী অনিল আম্বানির সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের অভিযোগে বড়সড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটঅফ ইন্ডিয়া (ইডি)। মুম্বই শহরের মোট ৩৫টি স্থানে একযোগে তল্লাশি চালিয়েছে সংস্থাটি । এই তল্লাশির আওতায় এসেছে অনিল আম্বানির সঙ্গে যুক্ত প্রায় ৫০টি সংস্থা।
জানা গিয়েছে, সিবিআই ও অন্যান্য কেন্দ্রীয় সংস্থার দায়ের করা দুটি পৃথক এফআইআরের ভিত্তিতে এই তল্লাশি অভিযান চালানো হয়।
তদন্তকারীদের দাবি, ন্যাশনাল হাউসিং ব্যাঙ্ক, শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা SEBI, ন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং অথরিটি এবং ব্যাঙ্ক অব বরোদা অনিল আম্বানির সংস্থাগুলোর আর্থিক লেনদেন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ইডিকে সরবরাহ করেছে।
খবরে প্রকাশ, রিলায়েন্স হোম ফিনান্স লিমিটেডের ঋণ ২০১৭-১৮ অর্থ বর্ষে ছিল ৩৭৪২.৬০ কোটি টাকা। ২০১৮-১৯ অর্থবর্ষে ৮৬৭০.৮০ কোটি টাকা দেখানো হয় এই সংস্থার কর্পোরেট ঋণ। এক বছরের মধ্যে বিপুল অঙ্কে বেড়ে যায় ঋণ। ঋণের নামে বিনিয়োগকারীদের টাকা নিজেদেরই অন্য সংস্থায় সরানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।