বিপড় বাড়ল বিজয়নের, কেরলের মুখ্যমন্ত্রীকে শোকজ নোটিশ ধরাল ইডি
- আপডেট : ১ ডিসেম্বর ২০২৫, সোমবার
- / 35
পুবের কলম, ওয়েবডেস্ক: বিপড় বাড়ল কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের। বাম শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে শোকজ নোটিশ ধরাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেরল ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফান্ড বোর্ড (কেআইআইএফবি) কর্তৃক মশলা বন্ড ইস্যুতে ফেমার নিয়ম লঙ্ঘনের অভিযোগে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাশাপাশি প্রাক্তন অর্থমন্ত্রী থমাস আইজ্যাক এবং কেআইএফবির সিইও কে এম আব্রাহামকেও নোটিশ ধরানো হয়েছে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী হলেন কেআইআইএফবির চেয়ারপার্সন। যা বড় বড় অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলিতে অর্থায়নের জন্য রাজ্য সরকার কর্তৃক প্রতিষ্ঠিত একটি কর্পোরেট সংস্থা। আইজ্যাক ২০১৯ সালে অর্থমন্ত্রী ছিলেন। তাঁর সময়ে কিআইআইএফবি মশলা বন্ডের মাধ্যমে ২,১৫০ কোটি টাকা সংগ্রহ করেছিল। নোটিশে তিনজনকে বিচারক কর্তৃপক্ষের কাছে তাদের ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নোটিশে অভিযোগ করা হয়েছে, যে মশলা বন্ডের মাধ্যমে উত্থাপিত অর্থ অবৈধভাবে অবকাঠামো উন্নয়নের জন্য ব্যবহৃত হয়েছিল।
যদিও শাসক শিবিরে দাবি, আসন্ন নির্বাচনের দিকে নজর রেখে বিজেপি ইডিকে কাজে লাগিয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক মশলা বন্ড তহবিল ব্যবহার করে জমি কেনার ওপর নিষেধাজ্ঞা জারি করে। তহবিলের একটি অংশ কেআইআইএফবি প্রকল্পের জন্য জমি অধিগ্রহণে ব্যবহৃত হয়েছিল। তবে রিজার্ভ ব্যাঙ্কের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, এর আগে ২০২৪ সালে প্রাক্তন অর্থমন্ত্রী আইজ্যাককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। পরে আইজ্যাক হাইকোর্টের দারস্থ হলে তলবে নিষেধাজ্ঞা দেয় আদালত। পরে সংস্থাটি বিচারক কর্তৃপক্ষের কাছে চার্জশিট জমা দেয় যার পরে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। আইজ্যাক বলেন, রিজার্ভ ব্যাঙ্ক সহ সমস্ত প্রচলিত নিয়ম ইস্যু এবং তহবিল ব্যবহারের ক্ষেত্রে অনুসরণ করা হয়েছে। কেরলে স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানগুলির নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার ইডির অপব্যবহার করছে। তিনি সাফ জানান, “এটা বিজেপির বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। রাজ্যের মানুষ এই অভিযোগ প্রত্যাখ্যান করবে এবং বিজেপিকে বড় পরাজয়ের মুখে পড়তে হবে।”





















