০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্যের মন্ত্রী পার্থ সহ অর্পিতা মুখোপাধ্যায়ের ৩ আগস্ট পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ জুলাই ২০২২, মঙ্গলবার
  • / 5

পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আগামী ৩ আগস্ট পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত। সেই সঙ্গে পার্থ পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কে ৩ আগস্ট পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১০ দিন দুজনকেই ইডি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। গত ২৩ জুলাই প্রথমে পার্থ পরে তার পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি।

শুক্রবার  মধ্য রাতে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার পরেই তার শারীরিক পরীক্ষা করা হয়। তার পরে ওই দিনই তাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। রাজ্যের মন্ত্রীকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার জন্য ১৪ দিনের হেফাজত চায় ইডি। তবে আদালত দুদিনের হেফাজতের নির্দেশ দেয়।

পরে তিনি অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি হন। হাইকোর্টের নির্দেশে আজ ভুবনেশ্বরে এইমস-এ নিয়ে যাওয়া হয় মন্ত্রীকে। সেখানের চিকিৎসকরা পরীক্ষা পর জানিয়ে দেন তার গুরুতর কিছু হয়নি। তবে ক্রনিক কিছু রোগে আক্রান্ত তিনি। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার মতো কিছু নয়। বাড়ি থেকেও চিকিৎসা হতে পারে। দুদিন হেফাজত শেষে আজ শুনানি হয়। সেখানেই আদালত পার্থকে ১০দিন ইডি হেফাজতের নির্দেশ দেন।

অন্যদিকে আজ পার্থ পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কেও ইএসআই হাসপাতাল থেকে শারীরিক পরীক্ষা করানো পর ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। আদালত তাকেও ৩ আগস্ট পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন।

সূত্রের খবর, পার্থ ও অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে।

উল্লেখ্য, অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বস্তা বস্তা টাকা উদ্ধার হয়েছে। সেই সঙ্গে অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি উচ্চ শিক্ষা দফতরের লোগো লাগানো খাম। এসএসসির অ্যাডমিট কার্ড, বৈদেশিক মুদ্রা।

বোলপুরেও পার্থ চট্টোপাধ্যায়ের বিপুল সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। বিলাসবহুল বাড়ি, ফ্ল্যাট মিলিয়ে এখনও সাতটি বাসস্থানের খোঁজ মিলেছে। বোলপুর শান্তিনিকেতনের প্রান্তিক,  ফুলডাঙা, গোয়ালপাড়া মিলিয়ে সাতটি  বাড়ির খোঁজ মিলেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। সেখানেও একাধিকবার  পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় গিয়েছেন বলে সূত্রের খবর।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্যের মন্ত্রী পার্থ সহ অর্পিতা মুখোপাধ্যায়ের ৩ আগস্ট পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ

আপডেট : ২৬ জুলাই ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আগামী ৩ আগস্ট পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত। সেই সঙ্গে পার্থ পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কে ৩ আগস্ট পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১০ দিন দুজনকেই ইডি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। গত ২৩ জুলাই প্রথমে পার্থ পরে তার পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি।

শুক্রবার  মধ্য রাতে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার পরেই তার শারীরিক পরীক্ষা করা হয়। তার পরে ওই দিনই তাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। রাজ্যের মন্ত্রীকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার জন্য ১৪ দিনের হেফাজত চায় ইডি। তবে আদালত দুদিনের হেফাজতের নির্দেশ দেয়।

পরে তিনি অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি হন। হাইকোর্টের নির্দেশে আজ ভুবনেশ্বরে এইমস-এ নিয়ে যাওয়া হয় মন্ত্রীকে। সেখানের চিকিৎসকরা পরীক্ষা পর জানিয়ে দেন তার গুরুতর কিছু হয়নি। তবে ক্রনিক কিছু রোগে আক্রান্ত তিনি। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার মতো কিছু নয়। বাড়ি থেকেও চিকিৎসা হতে পারে। দুদিন হেফাজত শেষে আজ শুনানি হয়। সেখানেই আদালত পার্থকে ১০দিন ইডি হেফাজতের নির্দেশ দেন।

অন্যদিকে আজ পার্থ পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কেও ইএসআই হাসপাতাল থেকে শারীরিক পরীক্ষা করানো পর ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। আদালত তাকেও ৩ আগস্ট পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন।

সূত্রের খবর, পার্থ ও অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে।

উল্লেখ্য, অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বস্তা বস্তা টাকা উদ্ধার হয়েছে। সেই সঙ্গে অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি উচ্চ শিক্ষা দফতরের লোগো লাগানো খাম। এসএসসির অ্যাডমিট কার্ড, বৈদেশিক মুদ্রা।

বোলপুরেও পার্থ চট্টোপাধ্যায়ের বিপুল সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। বিলাসবহুল বাড়ি, ফ্ল্যাট মিলিয়ে এখনও সাতটি বাসস্থানের খোঁজ মিলেছে। বোলপুর শান্তিনিকেতনের প্রান্তিক,  ফুলডাঙা, গোয়ালপাড়া মিলিয়ে সাতটি  বাড়ির খোঁজ মিলেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। সেখানেও একাধিকবার  পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় গিয়েছেন বলে সূত্রের খবর।