২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ফাহাদ শাহকে গ্রেফতারের নিন্দা এডিটরস গিল্ডের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার
  • / 28

পুবের কলম, ওয়েবডেস্কঃ দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় পুলিশ তার বিরুদ্ধে মামলা দায়ের করার পর অনলাইন নিউজ পোর্টাল ‘দ্য কাশ্মীরওয়ালা’র প্রধান সম্পাদক ফাহাদ শাহকে গ্রেফতারের তীব্র নিন্দা করেছে এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া। সাংবাদিকদের হেনস্থা ও গ্রেফতার উপত্যকায় সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছে ওয়াকিফহাল মহল৷

জম্মু-কাশ্মীর পুলিশের দাবি, আইনশৃঙ্খলা বিঘ্নিত করার লক্ষ্যে ‘দেশবিরোধী বিষয়বস্তু’ সহ সামাজিক মিডিয়ায় করা পোস্টগুলির জন্য শুক্রবার এই সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। তার গ্রেফতারের প্রতিক্রিয়ায় ইজিআই বলেছে যে পুলিশ তাকে বিশেষ ভিত্তিতে গ্রেফতার করেছে৷ তারা এ-ও বলেছে যে কাশ্মীরে মিডিয়ার স্বাধীনতা ক্রমশ হ্রাস পেয়েছে।

গিল্ড আরও বলেছে যে শাহের গ্রেফতারি কাশ্মীরে নিরাপত্তা বাহিনী কর্তৃক সাংবাদিকদের সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশ করার জন্য জিজ্ঞাসাবাদ ও আটক করার একটি ক্রমবর্ধমান প্রবণতার অংশ৷ বিবৃতিতে বলা হয়েছে, গিল্ড রাষ্ট্রীয় প্রশাসনকে গণতান্ত্রিক মূল্যবোধকে সম্মান করার এবং জাতীয় নিরাপত্তার নামে সাংবাদিকদের হয়রানি বন্ধ করার আহ্বান জানাচ্ছে৷ ইজিআই জানুয়ারিতে গ্রেফতার হওয়া সাংবাদিক সাজ্জাদ গুলের মুক্তিও দাবি করেছে।

এদিকে, একটি বিবৃতিতে পিপলস ইউনিয়ন ফর ডেমোক্রেটিক রাইটস (পিইউডিআর) বলেছে যে গ্রেফতারির মাধ্যমে সংবাদ জগতকে কোন বার্তা দিতে চাইছে পুলিশ৷ সাংবাদিকতার ভাগ্য কোন দিকে যাচ্ছে? বিবৃতিতে আরও বলা হয়েছে, যদি পুলিশ সোশ্যাল মিডিয়া পোস্ট ও সাংবাদিকতার  ‘উদ্দেশ্য’ বুঝতে সক্ষম হত তাহলে এমন করত না৷  তারা যা অনুভব করে এবং বিশ্বাস করে তার বাইরে মৌলিক স্বাধীনতার কোনও মানে নেই তাদের কাছে৷ পিইউডিআর ফাহাদ শাহ এবং অন্যান্য সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি, ইউএপিএ বাতিল এবং আইপিসির ১২৪ এ ধারা অপসারণের দাবি জানিয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফাহাদ শাহকে গ্রেফতারের নিন্দা এডিটরস গিল্ডের

আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় পুলিশ তার বিরুদ্ধে মামলা দায়ের করার পর অনলাইন নিউজ পোর্টাল ‘দ্য কাশ্মীরওয়ালা’র প্রধান সম্পাদক ফাহাদ শাহকে গ্রেফতারের তীব্র নিন্দা করেছে এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া। সাংবাদিকদের হেনস্থা ও গ্রেফতার উপত্যকায় সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছে ওয়াকিফহাল মহল৷

জম্মু-কাশ্মীর পুলিশের দাবি, আইনশৃঙ্খলা বিঘ্নিত করার লক্ষ্যে ‘দেশবিরোধী বিষয়বস্তু’ সহ সামাজিক মিডিয়ায় করা পোস্টগুলির জন্য শুক্রবার এই সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। তার গ্রেফতারের প্রতিক্রিয়ায় ইজিআই বলেছে যে পুলিশ তাকে বিশেষ ভিত্তিতে গ্রেফতার করেছে৷ তারা এ-ও বলেছে যে কাশ্মীরে মিডিয়ার স্বাধীনতা ক্রমশ হ্রাস পেয়েছে।

গিল্ড আরও বলেছে যে শাহের গ্রেফতারি কাশ্মীরে নিরাপত্তা বাহিনী কর্তৃক সাংবাদিকদের সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশ করার জন্য জিজ্ঞাসাবাদ ও আটক করার একটি ক্রমবর্ধমান প্রবণতার অংশ৷ বিবৃতিতে বলা হয়েছে, গিল্ড রাষ্ট্রীয় প্রশাসনকে গণতান্ত্রিক মূল্যবোধকে সম্মান করার এবং জাতীয় নিরাপত্তার নামে সাংবাদিকদের হয়রানি বন্ধ করার আহ্বান জানাচ্ছে৷ ইজিআই জানুয়ারিতে গ্রেফতার হওয়া সাংবাদিক সাজ্জাদ গুলের মুক্তিও দাবি করেছে।

এদিকে, একটি বিবৃতিতে পিপলস ইউনিয়ন ফর ডেমোক্রেটিক রাইটস (পিইউডিআর) বলেছে যে গ্রেফতারির মাধ্যমে সংবাদ জগতকে কোন বার্তা দিতে চাইছে পুলিশ৷ সাংবাদিকতার ভাগ্য কোন দিকে যাচ্ছে? বিবৃতিতে আরও বলা হয়েছে, যদি পুলিশ সোশ্যাল মিডিয়া পোস্ট ও সাংবাদিকতার  ‘উদ্দেশ্য’ বুঝতে সক্ষম হত তাহলে এমন করত না৷  তারা যা অনুভব করে এবং বিশ্বাস করে তার বাইরে মৌলিক স্বাধীনতার কোনও মানে নেই তাদের কাছে৷ পিইউডিআর ফাহাদ শাহ এবং অন্যান্য সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি, ইউএপিএ বাতিল এবং আইপিসির ১২৪ এ ধারা অপসারণের দাবি জানিয়েছে।