০৩ নভেম্বর ২০২৫, সোমবার, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাংলায় SSC পরীক্ষা দিতে এলেন বিজেপি শাসিত রাজ্যের পরীক্ষার্থীরা, রাজনৈতিক মহলে তীব্র চর্চা, নির্বিঘ্নে শেষ হওয়ায় খুশি শিক্ষামন্ত্রী

মারুফা খাতুন
  • আপডেট : ৭ সেপ্টেম্বর ২০২৫, রবিবার
  • / 392

পুবের কলম ওয়েবডেস্ক : বিহার, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডের মতো বিজেপি-শাসিত রাজ্যে চাকরির সুযোগ নেই, অভিযোগ অনেক চাকরিপ্রার্থীর। বিজ্ঞপ্তি বেরোলেও নিয়োগ হয়নি। তাই ভরসা খুঁজে বাংলায় এসএসসি পরীক্ষা দিতে ভিনরাজ্যের পরীক্ষার্থীরা। রবিবার আসানসোলসহ রাজ্যের একাধিক কেন্দ্রে তাঁদের ভিড় চোখে পড়েছে। কেউ গান্ধীনগর, কেউ প্রয়াগরাজ বা দেওঘর থেকে এসেছেন। এক তরুণী আবার কোলে ৮ মাসের সন্তান নিয়ে পরীক্ষাকেন্দ্রে হাজির হন। সকলের একটাই লক্ষ্য— একটি সরকারি চাকরি।

উত্তরপ্রদেশের প্রার্থী সন্দীপ যাদবের অভিযোগ, “ওখানে পরীক্ষা হয় না, চাকরি নেই। বাংলার সরকারের উপর ভরসা আছে, তাই এখানে এসেছি।” আরও এক প্রার্থী জানান, ২০২২ সালে ট্রেনড গ্র্যাজুয়েট টিচার পরীক্ষার জন্য আবেদন করলেও আজও নিয়োগ হয়নি।

আরও পড়ুন: SSC:  নভেম্বরেই ইন্টারভিউ, জানালেন ব্রাত্য বসু

অন্যদিকে, প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর এটাই প্রথম এসএসসি পরীক্ষা। রাজ্যের ৬৩৬ কেন্দ্রে সাড়ে ৩ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় পরীক্ষার্থী ও আধিকারিকদের অভিনন্দন জানান। আগামী ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ভিনরাজ্যে গিয়ে বাংলা বলায় বাড়ি ফিরতে পারছে না এক পরিযায়ী শ্রমিক

আরও পড়ুন: শিক্ষামন্ত্রীর উপর হামলার ঘটনায় দিল্লি বিমানবন্দর থেকে স্পেন ফেরত গবেষককে গ্রেফতার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলায় SSC পরীক্ষা দিতে এলেন বিজেপি শাসিত রাজ্যের পরীক্ষার্থীরা, রাজনৈতিক মহলে তীব্র চর্চা, নির্বিঘ্নে শেষ হওয়ায় খুশি শিক্ষামন্ত্রী

আপডেট : ৭ সেপ্টেম্বর ২০২৫, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক : বিহার, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডের মতো বিজেপি-শাসিত রাজ্যে চাকরির সুযোগ নেই, অভিযোগ অনেক চাকরিপ্রার্থীর। বিজ্ঞপ্তি বেরোলেও নিয়োগ হয়নি। তাই ভরসা খুঁজে বাংলায় এসএসসি পরীক্ষা দিতে ভিনরাজ্যের পরীক্ষার্থীরা। রবিবার আসানসোলসহ রাজ্যের একাধিক কেন্দ্রে তাঁদের ভিড় চোখে পড়েছে। কেউ গান্ধীনগর, কেউ প্রয়াগরাজ বা দেওঘর থেকে এসেছেন। এক তরুণী আবার কোলে ৮ মাসের সন্তান নিয়ে পরীক্ষাকেন্দ্রে হাজির হন। সকলের একটাই লক্ষ্য— একটি সরকারি চাকরি।

উত্তরপ্রদেশের প্রার্থী সন্দীপ যাদবের অভিযোগ, “ওখানে পরীক্ষা হয় না, চাকরি নেই। বাংলার সরকারের উপর ভরসা আছে, তাই এখানে এসেছি।” আরও এক প্রার্থী জানান, ২০২২ সালে ট্রেনড গ্র্যাজুয়েট টিচার পরীক্ষার জন্য আবেদন করলেও আজও নিয়োগ হয়নি।

আরও পড়ুন: SSC:  নভেম্বরেই ইন্টারভিউ, জানালেন ব্রাত্য বসু

অন্যদিকে, প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর এটাই প্রথম এসএসসি পরীক্ষা। রাজ্যের ৬৩৬ কেন্দ্রে সাড়ে ৩ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় পরীক্ষার্থী ও আধিকারিকদের অভিনন্দন জানান। আগামী ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ভিনরাজ্যে গিয়ে বাংলা বলায় বাড়ি ফিরতে পারছে না এক পরিযায়ী শ্রমিক

আরও পড়ুন: শিক্ষামন্ত্রীর উপর হামলার ঘটনায় দিল্লি বিমানবন্দর থেকে স্পেন ফেরত গবেষককে গ্রেফতার